আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। তাদের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বর্জনের জন্য চিন্তাভাবনা করছে পাকিস্তান। বিশ্বকাপ নিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ছে পাকিস্তান।
এই প্রেক্ষিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত পাকিস্তানকে খোঁচা দিয়ে বলছেন, ''নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারত ১৫ ওভারে ২০৯ রান করেছিল। আগের ম্যাচে ১০ ওভারে ১৫০ রান করে। এসব দেখে অনেক দল মনে করতে পারে না আমরা যাব না। তোমরাই কাপ রেখে দিতে পারো।''
এরপরে শ্রীকান্ত পাকিস্তানকে কটাক্ষ করে বলেন, ''ওহে পাকিস্তান, তোমরা এসো না। তোমাদের লোক মহসিন নকভি না আসার কথাই বলছে। এসো না। এলে তোমাদের ছুড়ে ফেলা হবে। কলম্বোয় মারা ছক্কা এসে পড়বে মাদ্রাজে। সবাধান। না আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। একটা যুক্তি খোঁজার চেষ্টা করো এবং খেলতে এসো না। আমাদের ছেলেরা তোমাদের শেষ করে দেবে। ক্রিকেটবিশ্বের সমগ্র টিমের কাছে ভয়ের বার্তা পৌঁছে দিচ্ছে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে এরকম মার আমি আগে কখনও দেখিনি।''
পাকিস্তান বিশ্বকাপ বর্জন করলে বিশাল ক্ষতির মুখে পড়বে সেদেশের ক্রিকেট। বিশ্বকাপ বয়কটের হুমকি দেওয়ার পরেই আইসিসি-ও কড়া হয়ে ওঠে। তারাও পাকিস্তানকে সবক শেখানোর জন্য তৈরি ছিল। এরকম আবহে পাকিস্তান বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে।
আইসিসি দিয়েছে মাস্টারস্ট্রোক। যদি সত্যিই পাকিস্তান টি–২০ বিশ্বকাপ বয়কট করে সেক্ষেত্রে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেওয়া হবে বাংলাদেশকে। এমনটাই জানা গিয়েছে। আর মহসিন নকভিরা যদি সত্যিই বিশ্বকাপ বয়কট করেন, তাহলে ক্ষতি হবে সে দেশের ক্রিকেটেরই। আইসিসির শাস্তির মুখে পড়তে হবে বাবর আজম, সলমন আলি আঘাদের।
এটা ঘটনা, পাকিস্তানের দাবি মেনে ভারতের মাটিতে আয়োজিত টি–২০ বিশ্বকাপে হাইব্রিড মডেল এনেছে আইসিসি। অর্থাৎ, পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেই মতো সূচি হয়েছে। কিন্তু যদি পাকিস্তান খেলতে না চায়, তাহলে সেই চুক্তি ভঙ্গ হবে। আর সেক্ষেত্রে ভবিষ্যতে আর কোনও প্রতিযোগিতায় হাইব্রিড মডেলের দাবি করতে পারবে না পাকিস্তান। যেখানে খেলা হবে, সেখানেই খেলতে হবে তাদের।
পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে ভবিষ্যতে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগে ভাববে বিভিন্ন দেশ। কারণ দ্বিপাক্ষিক সিরিজের সূচিও আইসিসি তৈরি করে।
এমনকী প্রভাব পড়তে পারে পাকিস্তান সুপার লিগেও। বিভিন্ন দেশ তাদের খেলোয়াড়দের পাকিস্তান সুপার লিগে খেলার অনুমতি (এনওসি) না–ও দিতে পারে। তাহলে পিএসএলের জৌলুস অনেকটাই কমবে।
