আজকাল ওয়েবডেস্ক: ভারত–পাক যুদ্ধের আবহে সাময়িক স্থগিত হয়েছিল আইপিএল। ১৭ মে থেকে ফের শুরু হয়ে যাচ্ছে ক্রোড়পতি লিগ। বিসিসিআই জানিয়েছে বাকি ১৭ ম্যাচ হবে ৬টি ভেন্যুতে। ফাইনাল হবে ৩ জুন।
আইপিএল শুরুর দিনেই বল গড়াচ্ছে স্থগিত হয়ে যাওয়া পিএসএলের। ১৭ মে থেকে যে পাকিস্তান সুপার লিগ শুরু হচ্ছে, সেই ঘোষণা করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। বাকি আটটি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। ফাইনাল ২৫ মে।
ভারতের ছোড়া ড্রোনের আঘাতে রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আশঙ্কিত হয়ে পিএসএলের বাকি ম্যাচগুলো নিয়ে যাওয়া হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। পরবর্তীতে সেটাও স্থগিত হয়ে যায়।
নকভি বলেন, যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই ফের শুরু হবে পাকিস্তান সুপার লিগ। এদিকে বাংলাদেশের ক্রিকেটার রিশাদ হোসেন জানিয়েছেন, পাকিস্তানে গিয়ে খেলতে ভরসা পাচ্ছেন না কোনও বিদেশি ক্রিকেটারই।
পিএসএলের ছ'টি ফ্র্যাঞ্চাইজি তাদের বিদেশি ক্রিকেটারদের ফিরিয়ে আনার চেষ্টা করছে। ভারত-পাক সংঘর্ষের আবহে এই বিদেশি ক্রিকেটারদের চার্টার্ড ফ্লাইটে দেশ থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। যুদ্ধবিরতির পরে তাঁদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে সূত্রের খবর, ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ১৭ থেকে ২৫ মে পর্যন্ত সময় নিয়ে কথা বলছে। ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে রাওয়ালপিন্ডিকে। যদিও এখনও পিএসএলের সূচি ঘোষিত হয়নি। কোন কোন ফ্র্যাঞ্চাইজি খেলতে চায় তা স্থির হলেই সূচি ঘোষিত হবে।
