আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান সুপার লিগকে বিশ্বের একনম্বর লিগ বানানোর স্বপ্ন দেখেন মহসিন নকভি। 

ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত পিএসএল-এর এক রোডশোয়ে নকভি এহেন মন্তব্য করেছেন। আর সেই মন্তব্য ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাঁর দিকে উড়ে এসেছে কটাক্ষ। 

এশিয়া কাপ জেতার পরে এই নকভিই ভারতকে ট্রফি না দিয়ে পালিয়ে গিয়েছিলেন। সেই বিতর্কের জের এখনও রয়েছে। 

.

পাকিস্তান সুপার লিগকে দুনিয়ার এক নম্বর লিগ ঘোষণার পরেই ভারতীয় সমর্থকরা নকভিকে কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন। 

সেশ্যাল মিডিয়ায় নকভির মন্তব্য তুলে ধরা হয়েছে, আমার লক্ষ্য একটাই। পিএসএল-কে এই গ্রহের সবথেকে বড় ও সেরা লিগ করতে চাই। 

.

নকভির এহেন মন্তব্যের পরে এক নেট ব্যবহারকারী লিখেছেন, ''বিশ্বের সেরা তারকারা আইপিএল না খেলে পাকিস্তানে আসছে। এখন থেকেই এসব ঘটতে শুরু করেছে।'' 

এই মন্তব্যের পরে আরেক নেটব্যবহারকারী লিখেছেন,'' আইপিএল না খেলে পাকিস্তানে খেলতে যাচ্ছে কারা?''

আরেক ভারতীয় সমর্থক বলেছেন,''ওগুলো সব ঠিক আছে। আগে বলো ওই ট্রফি কবে ফেরাবে?'' 

.

ভারতের আরেক ক্রিকেটভক্ত বলেন, ''পাকিস্তান মনে করে বেশ কয়েকজন খেলোয়াড় আইপিএল না খেলে পিএসএল খেলবে এবং বিশ্বের একনম্বর লিগ করবে। একটা উত্তর দিন,  পিএসএলের টোটাল বাজেট কী? 

আরেক ভক্ত লিখেছেন, ''কেউ একজন দয়া করে ওকে বলো, লক্ষ্য আর কল্পনার মধ্যে অনেক তফাত।''

এশিয়া কাপ জয়ের পরে নকভি ভারতীয় ক্রিকেটারদের ট্রফি ও মেডেল না দিয়ে চলে গিয়েছিলেন। কবে সেই ট্রফি ভারতীয়দের হাতে পৌঁছবে, তা নিয়ে আলোচনা চালাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই সমাধানসূত্র কবে মিটবে, সেটাই এখন দেখার।