আজকাল ওয়েবডেস্ক:‌ প্রথমে শোনা গিয়েছিল রোহিত শর্মা পাকিস্তান যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফটোশুট এবং উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে। কিন্তু এখন শোনা যাচ্ছে, বিসিসিআই রোহিতকে পাকিস্তানে পাঠাবে না। প্রসঙ্গত, আইসিসির নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের আগে ফটোশুট ও উদ্বোধনী অনুষ্ঠানে সব দলের অধিনায়কদের থাকা জরুরি। এবং একটি সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হয়। সব অধিনায়কদের টুর্নামেন্ট নিয়ে কী প্রত্যাশা তা জানার জন্য।


কিন্তু শোনা যাচ্ছে ভারত অধিনায়ক রোহিত পাকিস্তান যাচ্ছেন না। টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। আর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত–পাক মহারণ। কিন্তু বিসিসিআই রোহিতকে পাঠাতে আগ্রহী নয়। এমনকী টুর্নামেন্টের জার্সিতে ভারত নাকি আয়োজক হিসেবে পাকিস্তানের নামও রাখছে না। এটা সূত্রের খবর। এই নিয়ে পিসিবি বেশ অসন্তুষ্ট। পিসিবির এক আধিকারিক জানিয়েছেন, ‘‌বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতিকে টেনে আনছে। এটা খেলার জন্য মোটেও ভাল নয়। তারা পাকিস্তানে আসবে না। অধিনায়ককে পাঠাবে না। জার্সিতে আয়োজক দেশের নাম লিখবে না। আইসিসি এই বিষয়গুলো দেখুক।’‌ 


এদিকে শনিবারই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারত। রোহিতের ডেপুটি হয়েছেন গিল। ২০১৭ সালে শেষবার এই টুর্নামেন্টে ভারত হয়েছিল রানার্স। আর এবার ২০ ফেব্রুয়ারি ভারত অভিযান শুরু করছে বাংলাদেশের বিরুদ্ধে। ২৩ জানুয়ারি ভারত–পাক। ২ মার্চ ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।