আজকাল ওয়েবডেস্ক: অ্যাশেজের বল গড়ানোর আগেই অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা। পিঠের চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স। তিনি খেলতে না পারায় অস্ট্রেলিয়া দলকে নেতত্ব দেবেন স্টিভ স্মিথ। 

পিঠের চোট থেকে পুরোদস্তুর সেরে ওঠার চেষ্টা চালাচ্ছেন প্যাট কামিন্স। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের সফর থেকে ফেরার পর অস্বস্তি অনুভব করেন তিনি।

আরও পড়ুন: রঞ্জিতে পারফর্ম করেই আগরকারকে একহাত নিলেন এই ক্রিকেটার

আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হতে চলেছে অ্যাশেজের প্রথম টেস্ট। কামিন্সকে নিয়ে অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড সোমবার ক্যানবেরায় সাংবাদিকদের জানিয়ে দেন, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে পাওয়া যাবে না ৩২ বছর বয়সী এই পেসারকে।

দ্বিতীয় টেস্ট শুরু হবে ব্রিজবেনে ৪ ডিসেম্বর থেকে। সেই টেস্টে কামিন্সকে পাওয়ার আশা করছেন অজি কোচ। চলতি সপ্তাহে বোলিং করতে শুরু করবেন কামিন্স। 

কামিন্স না থাকলে স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০২১ সাল থেকে স্মিথের নেতৃত্বে পাঁচটি ম্যাচ জেতেন স্মিথ। এর মধ্যে রয়েছে ২০২১-২২ সালের অ্যাশেজও।

কামিন্স ছিটকে যাওয়ায় পারথ টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে দেখা যেতে পারে স্কট বোল্যান্ডকে।  

স্টিভ স্মিথ  তাঁর দায়িত্বের জন্য তৈরি।  এদিকে আইপিএল ফ্র্যাঞ্চাইজির বিশাল প্রস্তাব ফিরিয়ে দিলেন প্যাট কামিন্স এবং ট্রাভিস হেড। ভারতীয় মুদ্রায় ৫৮.২ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দেয় দুই অস্ট্রেলিয়ান তারকা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে বিদেশের বিভিন্ন টি-২০ লিগে খেলার প্রস্তাব দেয় এক আইপিএল ফ্র্যাঞ্চাইজি। কিন্তু কামিন্স এবং হেড রাজি হয়নি। জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা দেখান দুই তারকা অস্ট্রেলিয়ান। দু'জনেই আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যুক্ত। কামিন্স এবং হেডের সঙ্গে যথাক্রমে ১৮ এবং ১৪ কোটি টাকার চুক্তি। এছাড়াও একজন প্রথম সারির অস্ট্রেলিয়ান প্লেয়ার বার্ষিক চুক্তি থেকে ভারতীয় মুদ্রায় প্রায় ৮.৭৪ কোটি পান। অধিনায়কত্বের স্টাইপেন্ড বাবদ ভারতীয় মুদ্রায় ১৭.৪৮ টাকা উপার্জন করেন কামিন্স। বিগ ব্যাশ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বাকি লগ্নিকারী সংস্থাদের বৈঠকে এই প্রসঙ্গ উঠে আসে।  স্মিথ বলেছেন, ''কামিন্স থাকলে দল আরও ভালো হয়ে ওঠে। আশা করি প্যাটসি সেরে উঠবে। যত বেশি টেস্টে কামিন্স খেলতে পারবে ততই দলের জন্য ভাল।'' প্রথম টেস্টে তাঁকে না পেলেও দ্বিতীয় টেস্ট থেকে হয়তো পাওয়া যাবে কামিন্সকে। 

আরও পড়ুন: 'এবার বন্ধ হোক...', বিরাট-রোহিতের পাশে দাঁড়িয়ে নির্বাচকদের সতর্ক করলেন প্রাক্তন তারকা