আজকাল ওয়েবডেস্ক:‌ মুম্বই–পুণেতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শনিবার অবধি চলবে ঝড়বৃষ্টি। এদিকে, ওয়াংখেড়েতে বুধবার আইপিএলে রয়েছে মুম্বই ও দিল্লির খেলা। প্লে অফের ছাড়পত্রের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


শনিবার অবধি মুম্বইয়ের বিভিন্ন জায়গায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। আকুওয়েদারের রিপোর্ট বলছে, বুধবার মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা অন্তত ৮০ শতাংশ। টানা দেড় ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা থাকছে। রাতে বৃষ্টির সম্ভাবনা অন্তত ২৫ শতাংশ। 


মুম্বইয়ের ১২ ম্যাচে ১৪ পয়েন্ট। আর দিল্লির সমসংখ্যক ম্যাচে ১৩। ম্যাচ ভেস্তে গেলে মুম্বইয়ের হবে ১৫। আর দিল্লির হবে ১৪। এরপরেও দুই দলের প্লে অফে যাওয়ার সম্ভাবনা থাকবে। শেষ ম্যাচ জিততে হবে দু’‌দলকেই। তবে দিল্লির ক্ষেত্রে রান রেটের বিষয়টিও নজরে রাখতে হবে। আর মুম্বই শেষ ম্যাচ জিতলে দিল্লি জিতলেও লাভ হবে না। তাই বুধবারের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ক্ষতি বেশি দিল্লিরই। সেক্ষেত্রে শেষ ম্যাচ মুম্বইকে হারতে হবে। আর দিল্লিকে জিততেই হবে।


এই যখন পরিস্থিতি তখন দিল্লির সহ মালিক পার্থ জিন্দাল বোর্ডকে মেল করে ওয়াংখেড়ে থেকে ম্যাচ সরানোর আবেদন করেছেন খেলার কয়েক ঘণ্টা আগে। যদিও ম্যাচ সরানোর কোনও সম্ভাবনা এখন আর নেই। মঙ্গলবার তিনি মেল করে বলেন, ‘‌২১ তারিখ মুম্বইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তাই এই ম্যাচ অন্য কোথাও সরানো হোক। না হলে এই ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যেতে পারে। বেঙ্গালুরু থেকে ম্যাচ সরানোর পর বোর্ডের উচিত ধারাবাহিকতা দেখানো। লিগের স্বার্থে এই ম্যাচ অন্য কোথাও সরিয়ে দেওয়ার অনুরোধ করছি।’‌ এর আগে বৃষ্টির সম্ভাবনার কথা ভেবে আরসিবি–লখনউ ম্যাচও চিন্নাস্বামী থেকে সরিয়ে একানায় নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়টিকেই হাতিয়ার করেছেন জিন্দাল। যদিও ম্যাচ সরানোর সম্ভাবনা নেই বলেই খবর।