আজকাল ওয়েবডেস্ক:‌ দোহায় আয়োজিত আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতলেন ভারতের পঙ্কজ আদবানি। এটি তাঁর ২৬তম বিশ্বখেতাব। ফাইনালে হারালেন ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন বাংলার সৌরভ কোঠারিকে। ফল ১০০০–৪১৬। গত বছরও ফাইনালে সৌরভকে হারিয়ে বিজয়ী হন পঙ্কজ। প্রসঙ্গত, ২০০৩ সালে প্রথমবার বিশ্বখেতাব জিতেছিলেন পঙ্কজ। এই নিয়ে ‘লং ফর্ম্যাট’ নবম বার জিতলেন তিনি। এছাড়া ‘পয়েন্ট ফর্ম্যাট’ জিতেছেন আট বার। বিশ্ব টিম বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতেছেন এক বার। ফাইনালে প্রথমে যদিও পঙ্কজ পিছিয়ে পড়েছিলেন। পড়ে ম্যাচে ফেরেন।