আজকাল ওয়েবডেস্ক: ভারত অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি দারুণ সফল। তিনি আদর্শ। তিনিই আবার অনুপ্ররেণা। শুধুমাত্র দেশের ক্রিকেটার বা ক্রিকেটভক্তদের কাছে তিনি অনুপ্রেরণা তা নন। তিনি পাকিস্তান মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ফতিমা সানারও প্রেরণা।
মহিলাদের বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ফতিমা। ধোনির নেতৃত্ব থেকেই তিনি শিক্ষা নিয়েছেন। পাক অধিনায়ক বলছেন, ''বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অধিনায়কত্ব করার সময় শুরুতে একটু নার্ভাস হওয়া স্বাভাবিক, কিন্তু আমি অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অনুপ্রেরণা নিই।''
ফতিমা আরও বলেন, ''ভারত এবং সিএসকে অধিনায়ক হিসেবে আমি ধোনির ম্যাচ দেখেছি। মাঠে তাঁর সিদ্ধান্ত গ্রহণ, শান্ত স্বভাব এবং খেলোয়াড়দের সমর্থন করার ধরণ থেকে অনেক কিছু শেখার আছে। যখন আমি অধিনায়কত্ব পেলাম, তখন আমার মনে হয়েছিল আমাকে ধোনির মতোই হতে হবে। আমি তাঁর সাক্ষাৎকারও দেখেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি।''
পাকিস্তানের মহিলা ক্রিকেটদল বিশ্বকাপেভাল পারফরম্যান্স তুলে ধেরনি। কিন্তু এবার তারা ভাল খেলবে, এব্যাপারে আশাবাদী পাক মহিলা দলের অধিনায়ক। এদিকে ধোনিকে একহাত নিয়েছেন দেশের আরেক প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তিনি জানান, বাকি কয়েকজন প্লেয়ারের মতো ধোনির রুমে গিয়ে তিনি কোনওদিন হুকা সেট করেননি। সেই কারণেই তাঁকে অকালে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। এই প্রসঙ্গে ইরফান বলেন, ''কারওর ঘরে গিয়ে আমার হুকা সেট করার অভ্যাস নেই। এই নিয়ে কিছু বলতেও চাই না। সবাই জানে। মাঝেমধ্যে এগুলো নিয়ে কথা না বলাই ভাল। ক্রিকেটারের কাজ মাঠে পারফর্ম করা। আমি তাতেই ফোকাস করতাম।''
এর আগেও ধোনির হুকা খাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একাধিক মিম তৈরি হয়েছে। এমনকী ২০১৮ সালে অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার জর্জ বেইলিও ধোনির হুকা খাওয়ার কথা জানান। বেইলি বলেছিলেন, ''ও একটু শিশা বা হুকা খেতে ভালবাসে। তাই নিজের ধরেই কখনও সেট আপ করত। সবার জন্য ঘরের দরজা খোলা থাকত। ঘরের ভেতর প্রচুর তরুণ প্লেয়ারদের আনাগোনা চলত।''
অনেকেই দাবি করে, তরুণ উঠতি ক্রিকেটারদের দিয়ে নিজের ঘরে হুকা সেট করাতেন ধোনি। প্রসঙ্গত, বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ধোনি। কয়েকদিন আগেই স্ত্রী এবং মেয়েকে নিয়ে রাঁচির এক মন্দিরে যান। তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। আগামী বছরও ধোনিকে হলুদ জার্সিতে দেখা যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে।নিজে এই প্রসঙ্গে কিছু জানাননি মাহি। বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত। আইপিএলের প্রাক্কালে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
