আজকাল ওয়েবডেস্ক: সেই ২০২২ সাল থেকে তিনি জাতীয় দলের বাইরে। দেখতে দেখতে তিন-তিনটি বছর কেটে গেল। অথচ দলে ফেরা আর হল না ভুবনেশ্বর কুমারের।
সেটা ছিল ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। সেবার টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। তার পর থেকে টুর্নামেন্ট এসেছে, টুর্নামেন্ট গিয়েছে। ভুবির জন্য ভারতের দরজা বন্ধই থেকেছে। তা আর খোলেনি।
আরও পড়ুন: ইরফানের বিস্ফোরণ, ধোনির হুকা মিম ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায়
জাতীয় দলের জার্সিতে কি আদৌ ফেরা সম্ভব? এই প্রশ্ন ছুড়ে দেওয়া হলে ভুবি বলছেন, ''এর উত্তর একমাত্র দিতে পারবেন নির্বাচকরা।'' ঘরোয়া ক্রিকেটের প্রতি মনোনিবেশ করতে চান তিনি। ঘরোয়া টুর্নামেন্টে ভাল খেলে তিনি নির্বাচকদের সামনে বার্তা রাখতে চান। বাকি কাজটা করবেন নির্বাচকরা। ভুবিকে বলতে শোনা গিয়েছে, ''মাঠে নেমে একশো শতাংশ দেওয়াটাই আমার কাজ। আমি সেটা করবও। মুস্তাক আলি, রঞ্জি ট্রফি বা ওয়ানডে ফরম্যাটে যদি উত্তর প্রদেশের হয়ে খেলতে নামি তাহলেও নিজের সেরাটা দেব।''
তিনি নির্বাচকদেরও খোঁচা দিয়েছেন। মীরটের পেসার বলছেন, ''একজন সুশৃঙ্খল বোলার হিসেবে, আমি ফিটনেস এবং লাইন ও লেন্থের প্রতি ফোকাস রাখি। যত ভালই পারফরম্যান্স তুলে ধরো না কেন, অনেক সময়ে ভাগ্য সহায় হয় না।''
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের পিছনে অবদান রয়েছে ভুবনেশ্বর কুমারের। ১৪টি ম্যাচ থেকে ১৭টি উইকেট নিয়েছেন। তার আগের মরশুমে ভুবি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন. সেই মরশুমেও ১৫টি উইকেট ছিল তাঁর ঝুলিতে। মেগা নিলামের আগে তাঁকে ফ্র্যাঞ্চাইজি থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। ১৯০টি আইপিএল ম্যাচের মধ্যে দু'বারের চ্যাম্পিয়ন ১৯৮টি উইকেট নিয়েছেন।
৯ সেপ্টেম্বর হংকং-আফগানিস্তান ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু। ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ভারত-পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ নামছে হংকংয়ের বিরুদ্ধে। পাকিস্তান প্রথম নামছে ১২ তারিখ। পাকিস্তানের প্রতিপক্ষ ওমান।
দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই কারণে এবার এশিয়া কাপ হচ্ছে আরব আমিরশাহিতে।
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান
গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং
পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি
গ্রুপ পর্ব
৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং
১০ সেপ্টেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং
১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান
১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহি
১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান
সুপার ৪
২০ সেপ্টেম্বর: গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২
২১ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২
২৩ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২
২৪ সেপ্টেম্বর: গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২
২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ২ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২
২৬ সেপ্টেম্বর: গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ১
ফাইনাল
২৮ সেপ্টেম্বর
