আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের টি-২০ দল থেকে বাদ পড়েছেন বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। কিন্তু এশিয়া কাপের মেগা ফাইনালের আগে এক অদ্ভুত দাবি করা হয়েছে পাকিস্তানের মিডিয়ায়। একটি রিপোর্ট অনুযায়ী, এশিয়া কাপে ভারতের কাছে দুটো ম্যাচে হারার পর বাবর আজমকে দলে ফেরানোর কথা ভেবেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু তাঁদের অনুরোধ খারিজ করে দেয় এশিয়া কাপের উদ্যোক্তারা। জানিয়ে দেওয়া হয়, কোনও প্লেয়ার চোট পেয়ে ছিটকে গেলে, তবেই টুর্নামেন্টের মাঝে অন্য কোনও প্লেয়ারকে দলে নেওয়া যেতে পারে। গত বছর ডিসেম্বরে পাকিস্তানের টি-২০ দলে ডাক পান বাবর। সেই রিপোর্টে বর্তমান অধিনায়ক সলমন আঘাকে নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা সিরিজে বাবরের টি-২০ দলে ফেরার একটা সম্ভাবনা রয়েছে। ক্রমাগত ব্যর্থ হচ্ছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। এই অবস্থায় একজন সিনিয়র ব্যাটারের উপস্থিতি পার্থক্য গড়ে দিতে পারে। এশিয়া কাপের ফাইনালের ওপর নির্ভর করছে সলমন আঘার ভবিষ্যৎ। অধিনায়কের পাশাপশি প্লেয়ার হিসেবেও তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

রিপোর্টে বলা হয়েছে, 'ভারতের কাছে দুটো ম্যাচ হারের পর, বাবর আজমকে দলে ফেরানোর নির্দেশ দিয়েছে পিসিবি। এমনকী কয়েকদিন আগে তাঁকে এশিয়া কাপের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে পাঠানোর কথা হয়েছিল। কিন্তু উদ্যোক্তারা বোর্ড কর্তাদের স্পষ্ট জানিয়ে দেয়, চোট পেয়ে কোনও প্লেয়ার ছিটকে যাওয়ায় না পর্যন্ত বাবরকে দলে নেওয়া যাবে না।' সম্প্রতি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে লাল বলের ট্রেনিং ক্যাম্পে যোগ দেওয়ার জন্য বাবরকে ডেকে পাঠানো হয়েছে। যা মঙ্গলবার থেকে শুরু হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতিস্বরূপ এই শিবির। বাবর ছাড়াও আরও দশজন প্লেয়ার এই শিবিরে যোগ দেবে। এই শিবির ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অন্তর্বর্তী কোচ আজহার মাহমুদ ছাড়াও বাকি এনসিএর কোচ এবং সাপোর্ট স্টাফরা এর দায়িত্বে থাকবে। প্লেয়ারদের তালিকায় বাবর আজম ছাড়াও আছে আবদুল্লা শফিক, আলি রাজা, আজান আওয়ায়িস, কামরান গুলাম প্রমুখ। 

একটি বিবৃতিতে পিসিবি জানায়, 'প্লেয়ারদের দক্ষতা বাড়ানোর জন্য এই শিবির করা হয়েছে। পাশাপাশি লাল বলের আন্তর্জাতিক এবং ঘরোয়া মরশুম শুরুর আগে প্লেয়ারদের ফিটনেস বাড়ানোও লক্ষ্য। যারা হানিফ মহম্মদ ট্রফি খেলছে না, তাঁদের ডাকা হয়েছে। ২০ দিনের শিবিরে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্লেয়াররা প্র্যাকটিস করবে। একইসঙ্গে কয়েকটা প্র্যাকটিস ম্যাচও খেলবে।' ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলায় ডাকা হয়নি মহম্মদ রিজওয়ান এবং নাসিম শাহকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে জোড়া টেস্টের সিরিজ। ১২ অক্টোবর থেকে লাহোরে শুরু প্রথম টেস্ট। ২০ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট।