আজকাল ওয়েবডেস্ক:‌ ২৮০ রানে জয়। বোলারদের জয়জয়কার। টিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসেবে যুক্ত হয়েই সাবাশি পাচ্ছেন মরনি মরকেল। অথচ এই মরকেলই কিছুদিন আগে ছিলেন পাকিস্তানের বোলিং কোচ। তাই তো প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি বলে দিচ্ছেন, ‘‌পাক বোলাররা নিজেদের অনেক বড় মনে করে। ওঁদের মনে হত, মরনি মরকেল ওদের সামনে কিছুই নয়।’‌ বাসিতের দাবি, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফরা নিজেদের অনেক বড় মনে করে। বাসিতের কথায়, ‘‌পাক বোলাররা মনে করত মরনি মরকেল তাদের সামনে কিছুই নয়।’‌।
এটা ঘটনা পাক ক্রিকেটে এখন তীব্র ডামাডোল চলছে। ঘরের মাঠে বাংলাদেশের কাছে ০–২ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে। এবার তিন টেস্টের সিরিজ খেলতে আসছে পাকিস্তান। যারা ভারে অনেক এগিয়ে বাবরদের থেকে। তার উপর টেস্ট অধিনায়ক শান মাসুদের নেতৃত্ব ও পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন।
অবশ্য পাক ক্রিকেট আর বিতর্ক তো বরাবর হাত ধরাধরি করে চলে।