আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে তিন-তিনটি ম্যাচে পাকিস্তান হার মেনেছে ভারতের কাছে। এর মধ্যে রয়েছে ফাইনালও। হয়েছে হ্যান্ডশেক বিতর্ক। ফাইনালের আগে ফটোশুটে দেখা যায়নি দুই দলের ক্যাপ্টেনকে।
ফাইনাল জেতার পরে ভারতকে ট্রফি না দিয়ে মহসিন নকভি সেই মেডেল-ট্রফি নিয়ে পালিয়ে গিয়েছেন। এতকিছুর পরে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল জানিয়েছেন, ভবিষ্যতে পাকিস্তান যেন আর ভারতের সঙ্গে না খেলে।
কামরন আকমল বলেছেন, ''পাকিস্তান বোর্ডের অবিলম্বে বলা উচিত যে আমরা ভবিষ্যতে আর ভারতের বিরুদ্ধে খেলব না। আইসিসি কী পদক্ষেপ নেয়, তা দেখার অপেক্ষায় আমরা। কিন্তু বিসিসিআি-এর লোকই তো আইসিসি চালাচ্ছে। উনি কী সিদ্ধান্ত নেন সেটাই দেখতে হবে। অন্যান্য ক্রিকেট বোর্ডকে এক হতে হবে। বলতে হবে ক্রিকেটে আমরা এসব জিনিস দেখতে চাই না।''
তিনি আরও বলেন, ''আগে এ সব ব্যাপার নিয়ন্ত্রণ করা যেত। পাকিস্তান ও ভারতকে ছাড়া নিরপেক্ষ বডি তৈরি করা হোক। অস্ট্রেলিয়ান, দক্ষিণ আফ্রিকান এবং নিউ জিল্যান্ডের ব্যক্তিদের নিয়ে কমিটি তৈরি করা হোক। দেখা যাক তারা কী সিদ্ধান্ত নেয়।''
আরও পড়ুন: চুরি করে নেওয়া ট্রফি ভারতকে ফেরত দিতে চান নকভি, তবে চাপালেন বড় সড় শর্ত, সূর্যরা কী মানবেন?
এর আগে আরেক পাকিস্তানি ক্রিকেটার ভারতকে বহিষ্কারের দাবি জানিয়েছে। তিনি রশিদ লতিফ। খেলার মাঠে হেরে পাকিস্তানের সাংবাদিকরা সূর্যকুমার যাদবকে আক্রমণের রাস্তা নিল প্রেস কনফারেন্সে। তাতেও কি সূর্যকে থামানো গেল? পাক সাংবাদিকরা বাউন্সার দিয়েছিলেন ভারত অধিনায়ককে। সূর্য সেই বাউন্সার হুক করে গ্যালারিতে ফেললেন।
রশিদ লতিফ বলছেন, ''এশিয়া কাপ ট্রফি নিতে না চাওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে বহিষ্কার করা উচিত। অন্য কোনও খেলা হলে তাই করা হত। আইসিসি’র চেয়ারম্যান থেকে অধিকাংশ কর্তাই ভারতীয়। তাই ভারতকে আর বহিষ্কার করা যাবে না। ক্রিকেটের জন্য অত্যন্ত কুৎসিত দিন। ক্রিকেটের স্পিরিটকে খুন করা হল।''
সেই সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, ''আজ আপনারা চ্যাম্পিয়ন। খুব ভাল খেলেছেন। কিন্তু প্রশ্ন হল, গোটা টুর্নামেন্ট জুড়ে পাকিস্তান দলের সঙ্গে আপনারা ব্যবহার ঠিক করেননি। সেটা দেখাই গিয়েছে। আপনি হ্যান্ডশেক করেননি, ফাইনালের আগে ফটোসেশন করেননি, তার পরে প্রেস কনফারেন্সে রাজনৈতিক উত্তর দিয়েছেন। ক্রিকেটের ইতিহাসে আপনিই প্রথম অধিনায়ক যিনি রাজনীতি ডেকে এনেছেন ক্রিকেটে।''
উত্তরে সূর্য বলেন, ''উত্তর দেব কি দেব না? আপনি রেগে আছেন। আপনার প্রশ্নটা আমি ভাল করে বুঝতেই পারিনি। একসঙ্গে চারটে প্রশ্ন আপনি করেছেন।'' নাটকের পর নাটক! এশিয়া কাপ জুড়ে বিতর্ক আর বিতর্ক। খেলাতে বিতর্ক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাই। ভারত চ্যাম্পিয়নের ট্রফি নিতে অস্বীকার করে। পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা আরও ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছেন। সর্বসমক্ষে তিনি রানার্স আপের চেক ছুড়ে ফেলে দিয়েছেন। ৭৫ হাজার মার্কিন ডলারের চেক সলমন আলি আঘার হাতে তুলে দেন মহসিন নকভি। মঞ্চ থেকে নেমে যাওয়ার সময়ে সলমন আলি আঘা সেই চেক ছুড়ে ফেলে দেন। তাঁর কাণ্ড দেখে মঞ্চে উপস্থিত সবাই হতবাক।
আরও পড়ুন: ওরা', ট্রফি বিতর্ক নিয়ে এবার তীব্র ক্ষোভ ঢেলে দিলেন সূর্য ...
