আজকাল ওয়েবডেস্ক: ইদানীং ভারত-পাক ম্যাচ মানে ক্রিকেট কম, রাজনৈতিক কথাবার্তাই বেশিএসিয়া কাপে দেখা গিয়েছে দুই প্রতিবেশি দেশের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাননিআজ রবিবার মহিলাদের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচেও এশিয়া কাপের ছায়া বিস্তার করেছে। এক পাক সাংবাদিকের প্রশ্ন নেওয়াই হল না।

সেই পাক সাংবাদিক ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের উদ্দেশে প্রশ্ন করেছিলেন। যদিও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন না হরমনপ্রীত। ভারতের মহিলা দলের বোলিং কোচ আবিষ্কার সালভি এসেছিলেন। তাঁর উদ্দেশেই প্রশ্ন ছুড়ে দেন সংশ্লিষ্ট সাংবাদিক। পাক সাংবাদিক প্রশ্ন করেন, ''ভারত অধিনায়ককে আমার প্রশ্ন। উনি নেই কিন্তু আপনি যেহেতু আছেন তাই আপনাকেই প্রশ্নটা করছি। ভারত ও পাকিস্তানের মহিলা দলের মধ্যে বন্ধুত্ব বেশ ভালই। আপনি কি মনে করেন এশিয়া কাপের তিক্ততা এবার মহিলাদের ক্রিকেটেও দেখা যাবে?''

সালভির উত্তর দেওয়ার আগেই ভারতের মিডিয়া ম্যানেজার হস্তক্ষেপ করেন। বলে দেন, ''মনে করিয়ে দেওয়া হচ্ছে। এই প্রশ্নটা নেওয়া হচ্ছে না। অন্য প্রশ্নে যাচ্ছি আমরা'' এশিয়া কাপে নাটকের পর নাটক হয়েছেএশিয়া কাপ জুড়ে বিতর্ক আর বিতর্ক। খেলাতে বিতর্ক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাই। ভারত চ্যাম্পিয়নের ট্রফি নিতে অস্বীকার করে। পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা আরও ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছেনসর্বসমক্ষে তিনি রানার্স আপের চেক ছুড়ে ফেলে দিয়েছেন। ৭৫ হাজার মার্কিন ডলারের চেক সলমন আলি আঘার হাতে তুলে দেন মহসিন নকভি। মঞ্চ থেকে নেমে যাওয়ার সময়ে সলমন আলি আঘা সেই চেক ছুড়ে ফেলে দেন। তাঁর কাণ্ড দেখে মঞ্চে উপস্থিত সবাই হতবাক

টানটান উত্তেজনার ফাইনালের শেষেও রইল টানটান নাটক। পাকিস্তানকে চরম শিক্ষা দিল ভারতীয় ক্রিকেটাররাদুবাইয়ের রাতে সূর্যোদয়ের এক ঘণ্টা পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে তখন ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের ধর্নুভাঙা পণ। কিছুতেই নকভির হাত থেকে তাঁরা ট্রফি নেবেন না। শেষমেশ চূড়ান্ত অসম্মানিত-অপমানিত নকভি ট্রফি নিয়েই চলে গেলেন। ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই উদযাপন করেন।

সূর্যকুমার যাদব সেই ট্রফি বিতর্ক প্রসঙ্গে বলেন, ''আমরা মোটেও দরজা বন্ধ করে দিইনিড্রেসিংরুমের ভিতরেও বসে থাকিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাউকে অপেক্ষাতেও রাখিনিট্রফি নিয়ে পালিয়ে গেল ওরা। এটাই আমি দেখেছি। কিছু লোক আমাদের ভিডিও করেছে। তবে আমরা ড্রেসিং রুমের ভিতরে যাইনি।''

ভারত অধিনায়ক পরিষ্কার করে দেন, তাঁদের উপরে ভারত সরকার বা বোর্ডের তরফ থেকে কোনও নিষেধাজ্ঞা ছিল না। এটা সম্পূর্ণ ভাবে ভারতীয় ক্রিকেট দলের সিদ্ধান্ত। সূর্য বলেছেন, ''প্রথমত, পরিষ্কার করে দিই, সরকার বা বিসিসিআই-এর পক্ষ থেকে টুর্নামেন্ট চলাকালীন আমাদের কিছু জানানো হয়নি। এও বলা হয়নি যে এর হাত থেকে ট্রফি নেবে না। আমরা মাঠেই সিদ্ধান্ত নিয়েছি। এসিসি আধিকারিকরা মঞ্চে ছিল আর আমরা নীচে দাঁড়িয়ে ছিলাম। আমি দেখেছি মঞ্চে ওরা কীসব যেন বলছে। কী বলছিল, সেটাও আমার জানা নেই। দর্শকদের মধ্যে অনেকেই গালমন্দ করছিলেন। তার পর আমাদের চোখে পড়ে ওদের কোনও প্রতিনিধি ট্রফি নিয়ে পালিয়ে গেল।''

বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান লড়াইক্রিকেটীয় রোমাঞ্চের কত রসদই তো থাকার কথা। কিন্তু মাঠের ক্রিকেট ছাপিয়ে আগ্রহের কেন্দ্রে অন্য ঘটনা। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর কি টসের সময় হাত মেলাবেন পাকিস্তান অধিনায়ক ফতিমা সানার সঙ্গে? ম্যাচের শেষে ভারতীয় ক্রিকেটাররা কি হাত বাড়াবেন পাক ক্রিকেটারদের দিকে?