আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকে শুরু হয়েছিল। যার এখনও কোনও সুরাহা নেই। আবারও দুই বোর্ডের মধ্যে লড়াই। বহু অনুরোধ সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠায়নি বিসিসিআই। এবার ভারতে মেয়েদের বিশ্বকাপ খেলতে আসতে চায় না পাকিস্তান। ইঁটের জবাব পাটকেলে। শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়ে দেন, আইসিসি একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাকিস্তানের মহিলা দল। তাঁদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার আর্জি জানান। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে খেলা হয়। তখনই স্থির হয়, ২০২৭ পর্যন্ত আইসিসি টুর্নামেন্টে দুই দেশের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে রাখা হবে। এদিন সেই দাবিই তোলেন পিসিবির চেয়ারম্যান। 

মহসিন নাকভি বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল পাকিস্তানে খেলতে আসেনি। নিরপেক্ষ ভেন্যুতে খেলেছিল। আমরাও সেটাই চাই। যেখানে ম্যাচ দেবে, খেলব। এই বিষয়ে চুক্তি হয়ে যাওয়ার পর সেটা মানা কাম্য।' পিসিবির চেয়ারম্যান জানান, আইসিসি এবং ভারত আয়োজক হওয়ায়, নিরপেক্ষ ভেন্যু তাঁদেরই বেছে নিতে হবে। ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর ভারতে চলবে মেয়েদের একদিনের বিশ্বকাপ। লাহোরে পাঁচটি কোয়ালিফায়ার জিতে বিশ্বকাপের ছাড়পত্র অর্জন করে পাকিস্তানের মেয়েদের দল। তাঁরা হারায় আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড এবং বাংলাদেশকে। সেই নিয়ে তৃপ্ত পিসিবির চেয়ারম্যান। এই প্রসঙ্গে নাকভি বলেন, 'হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে একটা ইউনিট হিসেবে খেলেছে। মেয়েদের ক্রিকেট ভাল করায় আমি খুশি।' দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পাকিস্তানের মেয়েদের দলকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আরও একটি আইসিসি ইভেন্ট সফলভাবে আয়োজন করতে পেরে খুশি পিসিবির চেয়ারম্যান।