বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তাঁর স্বামী জাহির ইকবাল বর্তমানে ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত দম্পতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী এমন এক ঘটনা প্রকাশ্যে এনেছেন যা শুনে অনেকেই অবাক। তিনি শ্বশুরবাড়ি থেকে আলাদা থেকে থাকতে চান কিনা তা বিয়ের আগে জানতে চান জাহির। 

সোনাক্ষীর কথায়, “বিয়ের আগে জহির আমায় খুব আন্তরিকভাবে জিজ্ঞাসা করেছিল,‘তুমি কি আমার পরিবারের সঙ্গে থাকতে চাইবে, নাকি আলাদা থাকতে পছন্দ করবে?’ আমি এক মুহূর্তও না ভেবে বলেছিলাম, আমি আলাদা থাকতে চাই না। আমি এমন পরিবারেই থাকতে চাই, যেখানে সবাই একসঙ্গে থাকে, হাসে, গল্প করে, একে অপরের পাশে থাকে।”

তিনি আরও বলেন, “জহিরের পরিবার খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। ওদের মধ্যে ভালবাসা, সম্মান ও একে অপরের প্রতি যত্ন দেখলে সত্যিই মন ভরে যায়। এমন পরিবারের অংশ হতে পারাটা আমার জন্য আশীর্বাদ।”

সোনাক্ষী জানান, তিনি নিজেও ছোটবেলা থেকে যৌথ পরিবারে বড় হয়েছেন। সেই কারণেই তাঁর কাছে পরিবারের উষ্ণতা ও একসঙ্গে থাকার মূল্য অনেক বেশি। “আমি সবসময় পরিবারের মানুষ। বাড়ির সবাই মিলে একসঙ্গে খাওয়া, কথা বলা-এই জিনিসগুলোই জীবনের সবচেয়ে বড় আনন্দ,” যোগ করেন অভিনেত্রী।

সাক্ষাৎকারে সোনাক্ষী শেষে বলেন, “জহির শুধু আমার স্বামী নয়, আমার সেরা বন্ধু। আমরা একে অপরের প্রতি পরিপূর্ণ আস্থা রাখি। আর পরিবারের ভালবাসাই আমাদের সম্পর্ককে আরও মজবুত করেছে।” অভিনেত্রীর বক্তব্যে স্পষ্ট, বিয়ের পর তিনি শুধু স্বামী নয়, তাঁর পরিবারকেও সমান গুরুত্ব দিচ্ছেন। জহিরের প্রতি ভালবাসার পাশাপাশি শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন সোনাক্ষী।

প্রসঙ্গত, সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের প্রেমের শুরু হয়েছিল কয়েক বছর আগে এক বন্ধুর পার্টিতে। দীর্ঘদিন প্রেম করার পর তাঁরা চলতি বছরেই গাঁটছড়া বাঁধেন। বিয়ের পর থেকেই তাঁদের রসায়ন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু। একসঙ্গে ছুটি কাটানো হোক বা পার্টিতে হাজিরা, দু’জনের চোখেমুখেই ধরা পড়েছে সুখী দম্পতির নজির।