আজকাল ওয়েবডেস্ক:‌ পাক ক্রিকেটে ডামাডোল চলছেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার। কিউয়িদের কাছে ওয়ানডে ও টি২০ সিরিজে হার। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে স্লো ওভাররেটের জন্য দলের পাঁচ শতাংশ জরিমানা হল। আইসিসি বিবৃতিতে জানিয়েছে, ‘‌টানা তৃতীয ম্যাচে স্লো ওভাররেটের জন্য ম্যাচ ফি’‌র পাঁচ শতাংশ জরিমানা করা হল।’‌


প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচ হয়েছিল ২৯ মার্চ। দ্বিতীয়টি ২ এপ্রিল। তৃতীয়টি ৫ মার্চ। ম্যাচ রেফারি জেফ ক্রো জানিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান দল এক ওভার কম করেছে। তার জন্যেই পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির বিবৃতি বলছে, ‘‌স্লো ওভাররেটের জন্য ক্রিকেটারদের ৫ শতাংশ জরিমানা করা হল। এটা সবাইকেই মানতে হবে।’‌


ম্যাচে পাক অধিনায়ক রিজওয়ানকে সাবধান করেছিলেন আম্পায়াররা। কিন্তু তবুও এক ওভার কম বল হয়েছে নির্ধারিত ওভারে।
এটা ঘটনা তিনটি ম্যাচেই হারতে হয়েছে পাকিস্তানকে। টি২০ সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও ০–৩ হার। সত্যি পাকিস্তান ক্রিকেটের হাল আর ফিরছে না।