আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার হুমকি দিয়েছিলেন পিসিবি-র চেয়ারম্যান মহসিন নকভি। সেই হুমকি শোনার পরে আইসিসি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিল। পিসিবি ও আইসিসি-র মধ্যে যখন দড়ি টানাটানি চলছে, ঠিক সেই সময়ে পাকিস্তান বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল।
আইসিসি-র ভয়েই কি পাকিস্তান তড়িঘড়ি করে বিশ্বকাপের দল ঘোষণা করল? তা নিয়ে চলতে পারে চর্চা। চলতে পারে জল্পনা। তবে পাকিস্তান এই আবহে দল ঘোষণা করে দিয়ে একপ্রকার জানিয়ে দিল তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে রয়েছে। সলমন আঘা দলের অধিনায়ক। বাবর আজমকে রাখা হলেও সুযোগ পাননি মহম্মদ রিজওয়ান ও হ্যারিস রউফ।
ঘোষিত পাকিস্তান দল:সলমন আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফকর জামান, খাজা নাফি, মহম্মদ নওয়াজ, সলমন মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।
বিশ্বকাপের ক্রীড়াসূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করছে পাকিস্তান। ভারত ছাড়াও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।
এদিকে বাংলাদেশের বিশ্বকাপ থেকে সরে যাওয়া প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে। আইসিসি-র দ্বিচারিতায় অসন্তুষ্ট নকভি। এই প্রেক্ষিতে বাংলাদেশের রাস্তায় হাঁটার দিকেই কি এগোচ্ছে পাকিস্তান? টি-টোয়েন্টি বিশ্বকাপ কি বয়কট করবে পাকিস্তানও? এমন পরিস্থিতিতে নকভি জানিয়েছেন, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কিনা, তা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্থির হবে।
কিন্তু ২৪ ঘন্টা যেতে না যেতেই ভোলবদল পাকিস্তানের। পাক চেয়ারম্যান নকভির এহেন বার্তার পরে চতুর্দিক থেকে তাঁর দিকে ধেয়ে আসে সমালোচনা।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অতুল ওয়াসন বলেছেন, ''এটা আমার মনে হয় কেবল বাহাদুরি কেনার চেষ্টা। আইসিসির চোখে ফাঁকি দিয়ে পুরো ক্রিকেটবিশ্বকে ব্ল্যাকমেল করা একটা বোকামি বাহাদুরি ছাড়া আর কিছু নয়। আমার মনে হয় পিসিবি এখন যা করছে, তা কেবল ক্রিকেট এবং ক্রিকেটারদেরই ক্ষতি করছে। এই ক্ষতির সম্মুখীন হচ্ছে খেলোয়াড়রাই। পিসিবি ক্রিকেটকে ইস্যু করে গোঁফে তা দিচ্ছে। দুনিয়াকে দেখাচ্ছে দেখো বাংলাদেশকে সমর্থন করে আমরা নিজেদের ক্ষতিসাধন করছি।''
শেষ মুহূর্তে পাকিস্তানের তর্জন গর্জন সব থেমে গেল। বিশ্বকাপের জন্য দলঘোষণা করে দিল তারা।
