আজকাল ওয়েবডেস্ক: আসন্ন বিশ্বকাপে নেই বাংলাদেশ। আইসিসি-র সিদ্ধান্ত বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্য়ান্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি-র সিদ্ধান্তকে মেনে নিয়েছে। তাদের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে, সমস্ত রকম চেষ্টা তাদের তরফ থেকে করা হয়েছে। 
বিসিবি-র মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছেন, বোর্ড সমস্যার সমাধানে সর্বরকমের চেষ্টা করেছে। বাংলাদেশের ভেন্যু অন্যত্র সরানো যাবে না, আমরা আইসিসি-র এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাচ্ছি।

ভারতের মাটিতে বাংলাদেশ মোটেও নিরাপদ নয়, এই কারণ তারা তুলে ধরে জানিয়েছিল ভারত থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হোক। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় দেওয়া হোক তাদের খেলা। কিন্তু আইসিসি সেই আবেদনকে পত্রপাঠ উড়িয়ে দেয়। জানিয়ে দেয় একমাসের মধ্যে ভেন্যু বদলানো আর সম্ভব নয়।

আমজাদ হোসেন জানান, বিসিবি নিজেদের মতো করে সর্বরকমের চেষ্টা করেছে। সরকারের সঙ্গে তারা কথাবার্তাও বলেছে। সরকার আগের অবস্থানেই অনড়। তারা জানিয়েছে, ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলা আমাদের জন্য নিরাপদ নয়। খেলোয়াড়, জার্নালিস্ট এবং দলের সঙ্গে জড়িত কারওর জন্যই নিরাপদ নয়।

আমজাদ আরও জানান, সরকারের কাছ থেকে বার্তা পেয়ে বিসিবি-র তরফ থেকে আইসিসি-র কাছে জানানো হয়, ম্যাচের কেন্দ্র শ্রীলঙ্কায় দেওয়া হোক। আইসিসি সেই আবেদন মেনে নেয়নি। একাধিক মিটিংয়ের পরও সমাধান বেরোয়নি

এদিকে, বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে যাওয়ায় পাকিস্তান এসে দাঁড়িয়েছে তাদের পাশে। পিসিবি-র চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছেআইসিসি-র দ্বিচারিতায় অসন্তুষ্ট নকভি

এই প্রেক্ষিতে বাংলাদেশের রাস্তায় হাঁটার দিকেই কি এগোচ্ছে পাকিস্তান? টি-টোয়েন্টি বিশ্বকাপ কি বয়কট করবে পাকিস্তানও? এমন পরিস্থিতিতে নকভি জানিয়েছেন, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কিনা, তা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্থির হবে।

পিসিবি চেয়ারম্যানের এহেন মন্তব্যের প্রেক্ষিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন গর্জে উঠেছেন। তিনি বলেছেন, সমগ্র ক্রিকেটবিশ্বকে ব্ল্যাকমেল করছে। ওয়াসন মনে করেন, ক্রিকেটের মধ্যে রাজনীতি ডেকে আনা খেলাটারই ক্ষতি করছে।''

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অতুল ওয়াসন বলেছেন, ''এটা আমার মনে হয় কেবল বাহাদুরি কেনার চেষ্টা। আইসিসির চোখে ফাঁকি দিয়ে পুরো ক্রিকেটবিশ্বকে ব্ল্যাকমেল করা একটা বোকামি বাহাদুরি ছাড়া আর কিছু নয়। আমার মনে হয় পিসিবি এখন যা করছে, তা কেবল ক্রিকেট এবং ক্রিকেটারদেরই ক্ষতি করছে। এই ক্ষতির সম্মুখীন হচ্ছে খেলোয়াড়রাইপিসিবি ক্রিকেটকে ইস্যু করে গোঁফে তা দিচ্ছেদুনিয়াকে দেখাচ্ছে দেখো বাংলাদেশকে সমর্থন করে আমরা নিজেদের ক্ষতিসাধন করছি।'' 

বাংলাদেশকে নিয়ে বিতর্ক থামার লক্ষ্মণই নেই।