বাংলাদেশ বলেছিল তাদের ভেন্যু বদলে দেওয়া হোক। ভারতের মাটিতে ম্যাচ না ফেলে শ্রীলঙ্কায় দেওয়া হোক।
2
9
আইসিসি তাতে কর্ণপাতই করেনি। শনিবার সরকারিভাবে জানিয়ে দেওয়া হল বিশ্বকাপে নেই বাংলাদেশ। তাদের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড।
3
9
পাকিস্তানও হুমকি দিয়েছে তারাও বিশ্বকাপ বয়কট করবে। আইসিসি-র চোখরাঙানিতে এদিন পাকিস্তান ১৫ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে।
4
9
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া মনে করেন, বাংলাদেশ না খেললেও কোনও সমস্যা নেই। কারণ প্রথম চারে থেকে তো ওরা শেষ করবে না।
5
9
দানিশ কানেরিয়া বলেছেন, মুস্তাফিজুরকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। মুস্তাফিজুর ছিল কেকেআরে। সমর্থকদের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়া হয় কেকেআর থেকে। বিসিসিআই বা আইসিসি থেকে কোনও চাপ ছিল না।
6
9
কানেরিয়া আরও বলেন, বিসিসিআই বা আইসিসি বাংলাদেশকে মোটেও বলেনি, তোমরা ভারতে এসো না। বরং ওদের স্বাগতই জানিয়েছে। আইসিসি-র অধীনে থাকা সমস্ত দলকেই দারুণ নিরাপত্তা দেওয়া হবে।
7
9
পাকিস্তানের প্রাক্তন স্পিনার আরও বলেন, বাংলাদেশ যদি মনে করে ওরা খেলবে না, তাহলে খেলবে না। ওরা খেললেও পার্থক্য বিশেষ হবে না। ওরা যে টপ ফোরে শেষ করবে এমন তো নয়!
8
9
পাকিস্তান যদি বাংলাদেশের রাস্তা নেয়, তাহলে কী হবে? কানেরিয়া বলছেন, পাকিস্তান বয়কট করবে বলে মনে হয় না। বাংলাদেশকে সমর্থন করতে গিয়ে বিশ্বকাপ বয়কট করলে তার ফলাফল ভুগতে হবে পাকিস্তানকে। বাংলাদেশ খেলছে না। তাদের বদলে স্কটল্যান্ড খেলবে। পাকিস্তান না খেললে অন্য কেউ আসবে বিশ্বকাপে। আইসিসি বা বিসিসিআই-এর এতে কিছু সমস্যা হবে বলে মনে হয় না।
9
9
বাংলাদেশ নেই বিশ্বকাপে। তাদের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপ। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না এসে বাংলাদেশ কিন্তু নিজেদেরই ক্ষতি করল। একাধিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের।