আজকাল ওয়েবডেস্ক: রায়পুরে দ্বিতীয় টি-২০ ম্যাচে সাড়ে তিনশো রানের বেশি করেও হেরেছে টিম ইন্ডিয়া। চার বল বাকি থাকতে চার উইকেটে জেতে দক্ষিণ আফ্রিকা। যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে বোলিং বিভীষিকার মুখে পড়ে ভারতীয় দল। সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়েন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁকে তুলোধোনা করা হয়। রায়পুরে দ্বিতীয় টি-২০ তে চূড়ান্ত ব্যর্থ হয় ভারতীয় বোলাররা। তারমধ্যে অন্যতম প্রসিদ্ধ। দিনটা ভুলে যেতে চাইবেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন পেসার। ৮.২ ওভার বল করে ৮৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। ওভার প্রতি ১০ রানের বেশি দেন। লাইন এবং লেন্থ নিয়ে হিমশিম খান। যার বলে শুরু থেকেই তাঁকে আক্রমণ করে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। রানের ফ্লাডগেট খুলে যায়। অনায়াসেই ৩৫৯ রানের টার্গেটে পৌঁছে যায় প্রোটিয়ারা। 

ভারতীয় বোলিংয়ের এই দশা দেখে হতাশ ভক্তরা। ফ্যানদের রোশের হাত থেকে বাঁচতে পারেননি প্রসিদ্ধ কৃষ্ণ। নেটমাধ্যমে তাঁকে কটাক্ষ করা হয়। ভারতের হারের পেছনে তাঁকে দোষারোপ করা হয়। এমনকী প্রসিদ্ধের সঙ্গে পাকিস্তানের হ্যারিস রউফের তুলনা টানা হয়। একজন লেখেন, 'পাকিস্তানের হ্যারিস রউফ থাকলে, ভারতের প্রসিদ্ধ কৃষ্ণ আছে। দু'জনেই রান মেশিন।' আরেকজন ফ্যান ভারতীয় পেস আক্রমণে‌ বদল চায়। তিনি লেখেন, 'অনেক হয়েছে, এবার ভারতীয় দলের প্রসিদ্ধ কৃষ্ণকে ছেড়ে মহম্মদ সিরাজকে ফেরানোর সময় হয়ে গিয়েছে।' আরও একজন লেখেন, 'যেকোনো ফরম্যাটে প্রসিদ্ধ কৃষ্ণর থেকে আমি ৫০ বছরের মহম্মদ সামিকে বেছে নেব।' আরও এক সমর্থক কটাক্ষ করে লেখে, 'প্রসিদ্ধ কৃষ্ণ ম্যাচের সেরা। তেম্বার অধীনে আমি কেরিয়ারের সেরা পারফরম্যান্স দিয়েছি।' এই মন্তব্যের সঙ্গে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ভারতীয় পেসারের ছবি পোস্ট করা হয়। 

প্রথমে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ৩৫৮ রান তোলে ভারত। জোড়া শতরান করেন বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু ৯৮ বলে মার্করামের ১১০ রানে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। তাঁকে যোগ্য সঙ্গত নেয় ম্যাথিউ ব্রিটজকে এবং ডেওয়াল্ড ব্রেভিস। প্রোটিয়াদের একদিনের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা জয়। দারুণভাবে ইনিংস চালনা করেন মার্করাম। শিশির আরও সমস্যায় ফেলে। বল গ্রিপ করতে সমস্যা হয়। স্পিনার এবং পেসার, উভয়ই ব্যর্থ হয়। বর্তমানে সিরিজ ১-১। শনিবার বিশাখাপত্তনামে তৃতীয় একদিনের ম্যাচ।