আজকাল ওয়েবডেস্ক: নাটকের পর নাটক! এশিয়া কাপ জুড়ে বিতর্ক আর বিতর্ক। খেলাতে বিতর্ক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাই। ভারত চ্যাম্পিয়নের ট্রফি নিতে অস্বীকার করে। পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা আরও ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছেন। সর্বসমক্ষে তিনি রানার্স আপের চেক ছুড়ে ফেলে দিয়েছেন। ৭৫ হাজার মার্কিন ডলারের চেক সলমন আলি আঘার হাতে তুলে দেন মহসিন নকভি। মঞ্চ থেকে নেমে যাওয়ার সময়ে সলমন আলি আঘা সেই চেক ছুড়ে ফেলে দেন। তাঁর কাণ্ড দেখে মঞ্চে উপস্থিত সবাই হতবাক।
টানটান উত্তেজনার ফাইনালের শেষেও রইল টানটান নাটক। পাকিস্তানকে চরম শিক্ষা দিল ভারতীয় ক্রিকেটাররা। দুবাইয়ের রাতে সূর্যোদয়ের এক ঘণ্টা পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে তখন ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের ধর্নুভাঙা পণ। কিছুতেই নকভির হাত থেকে তাঁরা ট্রফি নেবেন না। শেষমেশ চূড়ান্ত অসম্মানিত-অপমানিত নকভি ট্রফি নিয়েই চলে গেলেন। ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই উদযাপন করেন।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নকভি চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে হোটেলে রুমে পালিয়ে যান। আর তাঁর এহেন আচরণে প্রচণ্ড চটেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি দেবজিৎ সইকিয়া। তাঁর এই আচরণকে অখেলোয়াড়োচিত বলে উল্লেখ করেন সইকিয়া।
আরও পড়ুন: ইলেকট্রিক মিস্ত্রির ছেলের ক্রিকেট শেখার টাকাই ছিল না, সেই তিলকই এখন ভারতীয় ক্রিকেটের নতুন ‘তারা’
তিনি বলেছেন, ''এসিসি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতে আমরা অস্বীকার করেছিলাম। কারণ তিনি পাকিস্তানের একজন সিনিয়র মন্ত্রীও। এটাই আমাদের সিদ্ধান্ত ছিল।"
ভারতীয় ক্রিকেটাররা সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করেন। সইকিয়ার বিস্ফোরণের কেন্দ্রে নকভি। বোর্ড প্রেসিডেন্ট বলেন, ''মেডেল ও ট্রফি নিয়ে চলে যাওয়ার অধিকার ওকে কে দিয়েছে! অত্যন্ত হতাশাজনক ও অখেলোয়াড়োচিত আচরণ। আশা রাখব ট্রফি ও মেডেল ভারতীয় ক্রিকেটারদের ফিরিয়ে দেবে দ্রুত।''
Negative cheers to #pakistancricketteam #BOO
— Abhay Jamdade (@iamarj555)
Disrespect shown by Pakistan caption salman agha throwing runner up cheque in front of all on stage @GovtofPakistan @TheRealPCB #INDvPAK pic.twitter.com/wsnRawFFFdTweet by @iamarj555
সইকিয়া আরও জানান, নভেম্বর মাসে আইসিসি কনফারেন্স হবে দুবাইয়ে। সেই সম্মেলনে এসিসি চেয়ারম্যানের আচরণের তীব্র প্রতিবাদ জানাবে বিসিসিআই। সইকিয়া বলেন, ''ওদের সঙ্গে বিরোধ রয়েছে ভারতের। আমরা জানতাম ট্রফি তুলে দেবে সেই দেশেরই প্রতিনিধি। তাঁর কাছ থেকে আমরা ট্রফি নিতে পারি না। কারণ সেই প্রতিনিধির দেশের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। এটাই ছিল আমাদের অবস্থান। কিন্তু তার অর্থ এই নয় যে ভদ্রলোক আমাদের ট্রফি এবং পদক নিয়ে হোটেল রুমে চলে যাওয়ার অধিকার রাখেন। এটা মেনে নেওয়া যায় না। আশা রাখব তিনি পুনর্বিবেচনা করবেন। এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।'' এশিয়া কাপ শেষ হলেও শেষ হল না বিতর্ক।
