আজকাল ওয়েবডেস্ক:‌ নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দরজা ভারতের জন্য কঠিন হয়ে পড়েছে। ঘরের মাঠে ০–৩ হার। বিশ্বাস করতে পারছেন না প্রাক্তনরা। এই পরিস্থিতিতে ভারতীয় দলকে খোঁচা দিয়েছেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রাম।


স্পিন খেলতে পারছে না ভারত। আর এটাকেই ভারতের কমজোরি বলে আক্রাম বলেছেন, এই মুহূর্তে ভারত–পাক টেস্ট হলে নিশ্চিতভাবেই জিতে যাবে পাকিস্তান। আক্রামের কথায়, ‘‌দুই দল দীর্ঘদিন দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। তা যদি হয় তাহলে এর চেয়ে ভাল কিছু হবে না। আর এখন যা পরিস্থিতি স্পিনিং উইকেটে পাকিস্তানের ভাল সম্ভাবনা রয়েছে ভারতকে হারিয়ে দেওয়ার। ঘরের মাঠে ভারত ০–৩ হেরেছে নিউজিল্যান্ডের কাছে।’‌ 


অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টও অবাক ভারতের হারে। তিনি বলেছেন, ‘‌বর্ডার–গাভাসকার ট্রফিতে ভারত এই ধাক্কা কীভাবে সামলায় সেটাই দেখব। ভারতের এই হার প্রত্যাশা করিনি। ঘরের মাঠে হোয়াইটওয়াশ কবে শেষ হয়েছে ভারত তা মনে করতে পারছি না।’‌ 


এরপরই গিলক্রিস্ট বলেছেন, ‘‌একাধিক প্রশ্ন উঠে আসছে। প্রত্যাশার চাপ সামলাতে না পারাই কী হারের কারণ। জানি না। তবে এই ভারতীয় দলে বেশ কিছু বয়স্ক ক্রিকেটার রয়েছে। সঙ্গে একাধিক তরুণ। অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ কীভাবে সামলায় সেটাই দেখার অপেক্ষায় রইলাম।’‌