আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকের হতাশা কাটিয়ে নেমেছেন নতুন ময়দানে। কংগ্রেসের হয়ে হরিয়ানার বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন। এবার সরাসরি তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন ভিনেশ ফোগাত। ভারতীয় কুস্তিগিরের নিশানায় পিটি ঊষা। দাবি করেন, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধানের থেকে কোনও সমর্থনই পাননি তিনি। ভিনেশ বলেন, 'আমি জানি না প্যারিস অলিম্পিকে আমি কতটা সমর্থন পেয়েছি। পিটি ঊষা ম্যাডাম আমার সঙ্গে হাসপাতালে দেখা করেছিলেন। একটা ছবিও তোলা হয়েছিল। কিন্তু আড়ালে অনেক খেলা চলে। ওখানে আমার সঙ্গেও রাজনীতি হয়েছে। তাই আমি ভেঙে পড়েছিলাম। অনেকেই আমার কুস্তি ছেড়ে দেওয়ার পক্ষে ছিল না। কিন্তু সবদিকে যখন এত রাজনীতি, খেলা চালিয়ে কী লাভ?'
ভিনেশ মনে করেন, ছবিটি ছড়িয়ে দেওয়ার জন্য তোলা হয়েছিল। যাতে সবাই ভাবে পিটি ঊষা তাঁর পাশেই আছেন। ছবিটি তোলার সময় ভারতীয় কুস্তিগিরের অনুমতি নেওয়া হয়নি। তিনি জানতেন ও না। এবার এই নিয়ে ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধানের বিরুদ্ধে তোপ দাগলেন ভিনেশ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। ভিনেশ বলেন, 'বাইরের জগতে কী চলছে সেটা হাসপাতালের বিছানায় শুয়ে জানা যায় না। শুধু লোক দেখানোর জন্য একটা ছবি তোলা হয়েছিল। আমার পাশে দাঁড়ানো হয়েছিল। আমাকে না জানিয়েই ছবি তুলে সমাজমাদ্যমে পোস্ট করে দেওয়া হয়। বলা হয়, সবাই আমার পাশে আছে। এটাকে কি সমর্থন করা বলে? শুধুই লোক দেখানো।' আপাতত ফোকাস রাজনীতি। হরিয়ানার জুলানা অঞ্চল থেকে প্রার্থী হিসেবে লড়বেন ভারতীয় কুস্তিগির।
