আজকাল ওয়েবডেস্ক: আইফেল টাওয়ারের টুকরো দিয়ে তৈরি অলিম্পিকের পদক ক্ষয়ে যাওয়ার অভিযোগ উঠল। ভারতের ব্রোঞ্জজয়ী হকি দলের সদস্য হার্দিক সিং পদক হাতে তুলে ধরে দেখালেন কীভাবে রং ক্ষয়ে যাচ্ছে। একটি সাক্ষাৎকারে হার্দিক বলেন, 'বলা হয়েছিল পদকে আইফেল টাওয়ারের লোহার টুকরো আছে। আশা করি এটা সত্যি। ওদের একটাই কাজ ছিল, ভাল মানের পদক তৈরি করা। কিন্তু দেখে সেটা হয়েছে বলে মনে হচ্ছে না। যদিও আমার এতে কোনও সমস্যা নেই। আমার জীবনের সেরা প্রাপ্তি অলিম্পিকে পদক জেতা।' প্যারিস অলিম্পিক চলাকালীনই পদকের গুণমান নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। পদক ক্ষয়ে যাওয়ার অভিযোগ করেন একাধিক ক্রীড়াবিদ।
অলিম্পিক চলাকালীন একটি ভিডিও পোস্ট করেন ডেনমার্কের সোনাজয়ী ব্যাডমিন্টন তারকা অ্যাক্সেলসেন। টোকিওর পর প্যারিসেও সোনা জেতেন তিনি। নিজের দুটো পদক পাশাপাশি রেখে ভিডিও বানান। দাবি করেন, আগের অলিম্পিকে পাওয়া পদকে ৯ শতাংশ সোনা ছিল। প্যারিসে সেটা কমে হয়েছে ১ শতাংশ। প্রসঙ্গত, ১৯৯২ সালের আগে অলিম্পিকে সোনার পদকে খাঁটি সোনা দেওয়া থাকত। তবে এখন আর সেটা হয় না। ইস্পাতের ওপর সোনার পাত বসানো হয়। কিন্তু সেখানেও সোনার ঘাটতির অভিযোগ উঠেছে।
