আজকাল ওয়েবডেস্ক: ওড়িশা এফসি-র সঙ্গে সম্পর্কচ্ছিন্ন করলেন সের্জিও লোবেরা। ক্লাবের তরফ থেকে জানানো দুই পক্ষের সম্মতি রয়েছে এর পিছনে। ওড়িশা এফসি তাদের সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছে। এই খবর দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই মোহনবাগানের তরফ থেকে জানিয়ে দেওয়া হল সবুজ-মেরুন শিবিরের নতুন কোচ লোবেরা।
হোসে মোলিনা প্রাক্তন হয়ে গেলেন সবুজ-মেরুনে। সুপার কাপে ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করে ছিটকে যায় মোহনবাগান। তার পরই বড় সড় বিস্ফোরণ ঘটান মোহনবাগান কোচ হোসে মোলিনা।

জানিয়ে দেন, নতুন প্লেয়ারকে সই করানোর ব্যাপারে তাঁর কোনও ভূমিকা নেই। মোহনবাগান সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট নতুন প্লেয়ার সই করিয়েছে। ম্যাচের সময়ে প্রথম একাদশ নির্বাচন, ফর্মেশন, ম্যাচ-প্রস্তুতি, কাদের খেলানো হবে এগুলোই তাঁর কাজ। তিনি ম্যানেজমেন্টকে পরামর্শ দেন কিন্তু কোন প্লেয়ার নেওয়া হবে সেটা তাঁর কাজ নয়। সেটা স্থির করে ম্যানেজমেন্ট।
গত মরশুমের প্রসঙ্গ টেনে আনেন মোলিনা। বলেন, কাপ ফাইনালের পরের দিন সকালে তিনি ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসেছিলেন। তাঁর বক্তব্য, পরিকল্পনা পরিষ্কার করে জানিয়েছিলেন। মাঝমাঠের একজন বিদেশি ফুটবলার তিনি চেয়েছিলেন। কিন্তু তাঁর কথামতো প্লেয়ার নেয়নি ম্যানেজমেন্ট।
সুপার কাপ থেকে মোহনবাগান ছিটকে যাওয়ার পর অনুশীলন বন্ধ করে দেওয়া হয়েছে সবুজ-মেরুনে। আইএসএলের বল কবে গড়াবে কেউ জানেন না এখনও। শোনা যাচ্ছে জানুয়ারির মাঝামাঝি সময়ে হতে পারে তা। আর এক সপ্তাহ পরেই সব পরিষ্কার হয়ে যাবে।
এর মধ্যেই মোহনবাগান জানিয়ে দিল, মোহনবাগান সুপার জায়ান্টের কোচ বদল হলো। হোসে মোলিনার জায়গায় সবুজ-মেরুনের নতুন হেড স্যার হলেন সের্জিও লোবেরা রডরিগেজ। বাকি মরসুমের জন্য তিনিই দলের কোচিং দায়িত্ব সামলাবেন। বুধবার তাঁর সঙ্গে চুক্তি হলো মোহনবাগান সুপার জায়ান্টের। জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, বিশাল কাইথদের নিয়ে ৩০ নভেম্বর থেকেই অনুশীলনে নেমে পড়ছেন তিনি। মোলিনার চাকরি যে যাচ্ছে, তা সুপার কাপের ডার্বির পরই জানা গিয়েছিল। আজ সরকারি ভাবে মোহনবাগান মোলিনা বিদায়ের কথা জানাল।
এদিকে মোহনবাগানে সই করে লোবেরা বলেন, ‘‘মোহনবাগান সুপার জায়ান্টে দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট সম্মানের। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে, রয়েছে আবেগ আর উচ্চাকাঙ্ক্ষা। আমি প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি দল গড়ে তুলতে, যারা খেলবে সাহসিকতা, নিজস্ব পরিচয় এবং জয়ের মানসিকতা নিয়ে। আমরা একসঙ্গে কাজ করব, যাতে এই অধ্যায় হয়ে ওঠে অবিস্মরণীয়।’’
