আজকাল ওয়েবডেস্ক: ওড়িশা এফসি-র সঙ্গে সম্পর্কচ্ছিন্ন করলেন সের্জিও লোবেরাক্লাবের তরফ থেকে জানানো দুই পক্ষের সম্মতি রয়েছে এর পিছনে ওড়িশা এফসি তাদের সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছে

সের্জিও লোবেরা ওড়িশার সঙ্গে সম্পর্কচ্ছেদ করায় নতুন জল্পনার জবাব দিলেনতবে কি ওড়িশা ছেড়ে তিনি মোহনবাগানে আসছেন?

হোসে মোলিনাও কি প্রাক্তন হয়ে যাবেন সবুজ-মেরুনে? যদিও এই ব্যাপারে কোনও নির্ভরযোগ্য খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সবটাই জল্পনা

সুপার কাপে ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করে ছিটকে গিয়েছে মোহনবাগান। তার পরই বড় সড় বিস্ফোরণ ঘটান মোহনবাগান কোচ হোসে মোলিনা

May be an image of soccer and text that says 'ODISHA CLUB STATEMENT Odisha FC and Head Coach Sergio Lobera have mutually agreed to part ways. The Club would like to thank Coach Sergio for his dedication, professionalism and contributions during his tenure with the Club. We wish Sergio the very best for his future endeavors. The club is waiting for clarity on the league and will make an announcement regarding the new head coach accordingly.'

জানিয়ে দেন, নতুন প্লেয়ারকে সই করানোর ব্যাপারে তাঁর কোনও ভূমিকা নেই। মোহনবাগান সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট নতুন প্লেয়ার সই করিয়েছেম্যাচের সময়ে প্রথম একাদশ নির্বাচন, ফর্মেশন, ম্যাচ-প্রস্তুতি, কাদের খেলানো হবে এগুলোই তাঁর কাজ। তিনি ম্যানেজমেন্টকে পরামর্শ দেন কিন্তু কোন প্লেয়ার নেওয়া হবে সেটা তাঁর কাজ নয়। সেটা স্থির করে ম্যানেজমেন্ট

গত মরশুমের প্রসঙ্গ টেনে আনেন মোলিনা। বলেন, কাপ ফাইনালের পরের দিন সকালে তিনি ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসেছিলেন। তাঁর বক্তব্য, পরিকল্পনা পরিষ্কার করে জানিয়েছিলেনমাঝমাঠের একজন বিদেশি ফুটবলার তিনি চেয়েছিলেন। কিন্তু তাঁর কথামতো প্লেয়ার নেয়নি ম্যানেজমেন্ট

সুপার কাপ থেকে মোহনবাগান ছিটকে যাওয়ার পর অনুশীলন বন্ধ করে দেওয়া হয়েছে সবুজ-মেরুনেআইএসএলের বল কবে গড়াবে কেউ জানেন না এখনও। শোনা যাচ্ছে জানুয়ারির মাঝামাঝি সময়ে হতে পারে তা। আর এক সপ্তাহ পরেই সব পরিষ্কার হয়ে যাবে। এর মধ্যেই ওড়িশা লোবেরার সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা জানিয়ে দিয়ে নতুন এক জল্পনার দিয়ে গেল। তবে কি লোবেরার নতুন ঠিকানা মোহনবাগান? সময় এর উত্তর দেবে।