আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সাল শেষের পথে। ক্রীড়াক্ষেত্রে একাধিক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। তারমধ্যে বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনাও রয়েছে। ২০২৫ সালে অবশেষে অপেক্ষার অবসান ঘটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফ্যানদের। শেষমেষ আইপিএল জেতেন বিরাট কোহলিরা। ২০০৮ থেকে যাত্রা শুরু হলেও একাধিকবার ট্রফির কাছে পৌঁছেও কাপ ছোঁয়া হয়নি। অবশেষে এইবছর স্বপ্নপূরণ হয়। স্বাভাবিকভাবেই বিরাট ভক্ত এবং নেট ব্যবহারকারীদের জন্য এটাই সবচেয়ে আলোচ্য বিষয় হওয়ার কথা। কিন্তু আশ্চর্যের বিষয় হল, গুগল পরিসংখ্যান অন্য কথা বলছে।
চলতি বছর সবচেয়ে বেশি যেসব ফ্র্যাঞ্চাইজিদের সার্চ করা হয়েছে, তার শীর্ষে নেই আরসিবি। নেই পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সও। সবচেয়ে বেশি সার্চ করা দল কোনটা জানেন? পাঞ্জাব কিংস। আরসিবির কাছে হেরে রানার্স আপ হিসেবে শেষ করেন শ্রেয়স আইয়াররা। কিন্তু তাঁদের ঘিরেই ফ্যানদের আগ্রহ সবচেয়ে বেশি। শুধু আইপিএল নয়, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সার্চ হওয়া প্রথম পাঁচ দলের মধ্যে রয়েছে পাঞ্জাব কিংস। তার আগে আছে প্যারিস সাঁ জা, বেনফিকা এবং টরেন্টো ব্লু জেজ। চতুর্থ স্থানে পাঞ্জাব কিংস। গুগল সার্চে আইপিএলের দ্বিতীয় দল হিসেবে তালিকায় রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারপর রয়েছে গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস।
এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত পাঞ্জাব কিংসের সিওও। সৌরভ অরোরা বলেন, 'এই স্বীকৃতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাই আমাদের গোটা বছরের পরিশ্রমের ফল। আমাদের লক্ষ্য ছিল একটা দল এবং একটা ব্র্যান্ড তৈরি করা যা সাধারণ মানুষের আগ্রহ বাড়াবে। আমরা সবসময় মাঠে নেমে জিততে চাই। তবে ফ্যানরা আমাদের সঙ্গে নিজেদের মেলাতে পারছে। এটাই আমাদের বড় প্রাপ্তি। আমরা এমনই সংস্কৃতি গড়তে চেয়েছিলাম।' আরসিবি, চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলকে টপকে গুগুলের তালিকায় একনম্বর জায়গা দখল করে নিয়েছে পাঞ্জাব কিংস। চ্যাম্পিয়ন না হতে পারলেও, বড় জয় শ্রেয়সদের।
