আজকাল ওয়েবডেস্ক: মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া, ভারতীয় বোর্ডের নির্দেশিকা নিয়ে তোলপাড় বাংলাদেশ ক্রিকেট। চলছে আলোচনা থেকে সমালোচনা। রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না তাঁরা। নিজেদের দেশে আইপিএল সম্প্রচারও বয়কট করে বাংলাদেশ। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর। আইপিএলের ৬০ ম্যাচে ৬৫ উইকেট নেন। নিলামে ৯.২ কোটি দিয়ে তাঁকে কেনে কলকাতা নাইট রাইডার্স। একমাত্র বাংলাদেশ ক্রিকেটার হিসেবে আসন্ন আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশিকায় তাঁকে ছাড়তে বাধ্য হয় কেকেআর।
বাংলাদেশের প্রাক্তন ব্যাটার রাজিন সালে মনে করেন, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় সেটব্যাক। ভারতীয় বোর্ডের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক ভাল ছিল। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশই। রাজিন সালে বলেন, 'মুস্তাফিজুর, তাসকিন, শাকিব সহ একাধিক প্লেয়ার আইপিএলে খেলেছে। কিন্তু এবার বাংলাদেশের কোনও প্লেয়ার খেলবে না। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় সেটব্যাক। বাংলাদেশের জন্য বড় ক্ষতি। রাজনীতি আলাদা রাখতে হবে। ক্রিকেটের সঙ্গে মিলিয়ে ফেললে হবে না। কারণ আলাদা হতেই পারে। কিন্তু ক্রিকেট সম্পূর্ণ ভিন্ন। ভারতে হিন্দু এবং মুসলমান আছে। প্রচুর মুসলমান আছে। বাংলাদেশে প্রচুর হিন্দু আছে। আমার কাছের বন্ধুরা সবাই হিন্দু। ওদের সঙ্গে আমার রাজনীতি নিয়ে আলোচনা হয়। সবাই মনে করে ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়।'
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, তাঁরা ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না। কিন্তু সালে মনে করেন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করল, তাঁদের খেলতে যেতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। সালে বলেন, 'নিরাপত্তাই আসল বিষয়। ওদের যদি যথাযথ নিরাপত্তা দেওয়া হয়, তাহলে যাবে না কেন? অবশ্যই যাবে। ২৫ জন প্লেয়ার কিভাবে বিশ্বকাপ খেলবে? নিরাপত্তা নিয়ে ইতিবাচক সংকেত দিলে, না যাওয়ার কারণ নেই। তবে এই নিয়ে এখনও কোনও কথা হয়নি। তবে সমস্যা হল, কঠোর নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। আমাদের সঙ্গে ভারতের ভাল বন্ধুত্ব। বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। বোর্ড ভারতে না যাওয়া নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। আমরা যা নিতে দুঃখিত। আমরা এটা মেনে নিতে পারছি না। ভারত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ভারতের থেকে বাংলাদেশ প্রচুর উপকৃত হয়েছে।' বিশ্বকাপে মুস্তাফিজুরের ওপর বাজি ধরছেন তিনি। মনে করছেন, নিজেকে উজাড় করে দেবেন বাংলাদেশের পেসার। পাশাপাশি সালে মনে করেন, বাংলাদেশের উচিত ভারতকে হারানোর চেষ্টা করা। পাশাপাশি বড় দাবি করে ফেললেন। সালে জানান, সুপার এইটে মুখোমুখি হলে ভারতকে হারাবেই বাংলাদেশ।
