আজকাল ওয়েবডেস্ক: চতুর্থ টেস্টে পায়ের পাতার চোট সিরিজ থেকে ছিটকে দিয়েছিল ঋষভ পন্থকে। এছাড়াও চোটের কবলে ছিলেন অর্শদীপ সিং, নীতীশ কুমার রেড্ডি, আকাশ দীপরা। নীতীশ রেড্ডিও ছিটকে গিয়েছিলেন। তবে আকাশ দীপ চোট সারিয়ে পঞ্চম টেস্ট খেলেছিলেন।
তবে আরও এক ক্রিকেটারও চোট পেয়েছিলেন। সেই চোট নিয়েই তিনি ব্যাট করেন ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে। এত দিনে তা প্রকাশ্যে এল। আর সেই ব্যাটারের নাম করুণ নায়ার। ব্যাট করতে নেমে আচমকা লাফিয়ে ওঠা বলে আঙুলে হালকা চোট পেয়েছিলেন নায়ার। যদিও চোট লাগার পর তাঁর মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। প্রাথমিক শুশ্রুষার পর তিনি ব্যাটও করেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি।
এখন জানা যাচ্ছে, সেই আঙুলে চিড় ধরেছে। আর তাই আসন্ন দলীপ ট্রফিতে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। প্রসঙ্গত, ২৮ জুলাই দলীপ ট্রফির প্রথম ম্যাচে নর্থ জোন খেলবে ইস্ট জোনের বিরুদ্ধে।
এটা ঘটনা, আট বছর পর টেস্ট ক্রিকেটে কামব্যাক হয়েছিল নায়ারের। কিন্তু ছাপ ফেলতে পারেননি। ইংল্যান্ডে চার টেস্টে করেছেন মাত্র ২০৫ রান। রয়েছে মাত্র একটি অর্ধশতরান।
এদিকে, টেস্ট সিরিজ চলাকালীনই নায়ার বিদর্ভ ছেড়ে নিজ রাজ্য কর্নাটকের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তিন বছর তিনি খেলেছিলেন বিদর্ভের হয়ে। ২০২৪–২৫ মরসুমে বিদর্ভ রনজি চ্যাম্পিয়ন হয়েছিল। জয়ের পিছনে বড় ভূমিকা ছিল করুণ নায়ারের। করেছিলেন ৮৬৩ রান। গড় ছিল ৫৩। কেরলের বিরুদ্ধে ফাইনালে শতরানও ছিল নায়ারের। এই দুরন্ত পারফরম্যান্সের পরেই টেস্ট দলে সুযোগ হয় নায়ারের। দীর্ঘ আট বছর পর। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই। ২০১৭ সালে এই ইংল্যান্ডের বিরুদ্ধেও টেস্টে ৩০০ করেছিলেন নায়ার। আট বছর পর অবশ্য একটি শতরানও করতে পারেননি। করেন মাত্র একটি হাফ সেঞ্চুরি।
এদিকে, যশপ্রীত বুমরার ফিটনেস এবং ওয়ার্কলোড নিয়ে বেজায় সমস্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের কঠিন সিরিজের মধ্যে তিনটেতে খেলেন তারকা পেসার। এরপর এশিয়া কাপ। কিন্তু সেই টুর্নামেন্টে অনিশ্চিত বুমরা। রিপোর্ট অনুযায়ী, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিরিজ এবং ম্যাচের কথা ভেবে এবার তারকা পেসারকে সব সিরিজে খেলানো হবে না। তাঁকে যথাসম্ভব বেশি বিশ্রাম দেওয়ার পক্ষপাতি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী তেমনই জানা যাচ্ছে। সর্বোচ্চ স্তরে তাঁর কেরিয়ার দীর্ঘমেয়াদী করতেই এই সিদ্ধান্ত। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিরিজে তাঁকে খেলাতে চায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। পরের বছর মার্চ এবং এপ্রিলে ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ। সেটাই লক্ষ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের জন্য তাঁকে ফিট রাখতে চায়।
এখন যা পরিস্থিতি তাতে সম্ভবত এশিয়া কাপে খেলবেন না বুমরা। তাঁকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য তরতাজা রাখতে চায় বোর্ড। এশিয়া কাপের পরেই সেই সিরিজ শুরু হবে। ২ অক্টোবর প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১০ অক্টোবর। দুই টেস্টের মধ্যে ব্যবধান মাত্র তিন দিনের। তাই হয়ত বুমরাকে এশিয়া কাপে না খেলানোর সিদ্ধান্তই নেবেন নির্বাচকরা।
