আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের পরেই আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ফিরবে ভারত। ইংল্যান্ড যাবে পাঁচ টেস্টের সিরিজ খেলতে। সিরিজ শুরু ২০ জুন। কিন্তু সূত্রের খবর, টেস্ট সিরিজের আগে কোনও কাউন্টি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে না টিম ইন্ডিয়া। সূত্রের খবর, ভারতীয় দল শুধুমাত্র ভারত ‘এ’ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। কিন্তু শর্ত হচ্ছে, সেই ম্যাচের কোনও সম্প্রচার করা যাবে না। এমনকী ক্লোজড ডোর হবে সেই ম্যাচ।
প্রসঙ্গত, ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকেই পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেল শুরু হচ্ছে। তাই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে কোনও প্রস্তুতি ম্যাচ না ছাড়াই খেলতে নামাটা কতটা ঝুঁকির সেই প্রশ্ন উঠে গেল বলে।
এটা ঘটনা গত সার্কেলে ভারত ঘরের মাঠে কিউয়িদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল। তারপর বর্ডার গাভাসকার ট্রফিতে ১–৩ হার। শেষ হয়ে যায় ফাইনালের স্বপ্ন। প্রসঙ্গত, এর আগের দু’বারই ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু কাপ জিততে পারেনি। আর এবার ফাইনালেও যেতে পারল না টিম ইন্ডিয়া।
এদিকে, আসন্ন ইংল্যান্ড সিরিজে নজর থাকবে রোহিত শর্মা ও বিরাট কোহলির দিকে। দু’জনেই সাম্প্রতিক অতীতে টেস্টে ব্যর্থ হয়েছেন। বিরাট তাও পারথে একটা শতরান করেছিলেন। রোহিতের ব্যাটে তো রান একেবারেই ছিল না। এদিকে, অনেকেই আবার বলতে শুরু করেছেন রোহিত ইংল্যান্ড সিরিজে খেলবেন কিনা তা নির্ভর করবে আইপিএলে তাঁর পারফরম্যান্সের উপর।
এটা ঘটনা কিউয়িদের বিরুদ্ধে রোহিত ৩ টেস্টে মাত্র ৯১ করেছিলেন। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টে অবদান মাত্র ৪২। আর অস্ট্রেলিয়ায় পাঁচ ইনিংসে মাত্র ৩১। অন্যদিকে বর্ডার গাভাসকার ট্রফিতে ১০ ইনিংসে বিরাটের রান ছিল ১৯০। আর গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ৩২ ইনিংসে বিরাটের রান ছিল মাত্র ৬৫৫। ছিল একটি শতরান ও দুটি অর্ধশতরান।
