আজকাল ওয়েবডেস্ক:‌ সর্বকালের সেরা ভারতীয় দল (‌একদিনের ক্রিকেটে)‌ বেছে নিলেন মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার পীযূষ চাওলা। ২০০৭ ও ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন চাওলা। শেষবার দেশের হয়ে খেলেছেন ২০১২ সালে। 


চাওলা তাঁর সেরা একদিনের দলের অধিনায়ক বেছে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে। ওপেনিংয়ে তাঁর পছন্দ মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার ও রোহিত শর্মা। সবাইকে অবাক করে তিন নম্বরে চাওলা রেখেছেন বীরেন্দ্র শেহবাগকে। আর চারে রেখেছেন বিরাট কোহলিকে।


মিডল অর্ডারে চাওলার পছন্দ অলরাউন্ডার যুবরাজ সিং ও কপিল দেব। সাতে নামবেন ধোনি। দলের দুই স্পিনার অনিল কুম্বলে ও হরভজন সিং। দুই পেসার জসপ্রীত বুমরা ও জাহির খান। দলে জায়গা হয়নি প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। 


চাওলার পছন্দের সেরা ভারতীয় দল (‌একদিনের)‌ এরকম:‌ শচীন তেন্ডুলকার, রোহিত শর্মা, বীরেন্দ্র শেহবাগ, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (‌অধিনায়ক)‌, কপিল দেব, অনিল কুম্বলে, হরভজন সিং, জসপ্রীত বুমরা, জাহির খান।