আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে টিম অফ দ্য টুর্নামেন্ট বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধু রান করা বা উইকেট নেওয়া নয়, দল গঠনের সময়ে ধারাবাহিকতার উপরে জোর দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দু' বছর ধরে চলা এই চক্রে দেশে ও বিদেশে যাঁরা ধারাবাহিকতা দেখিয়েছেন, তাঁদেরই দলে নেওয়া হয়েছে। কেবলমাত্র রান করা বা উইকেট নেওয়ার উপরে ভিত্তি করে দল গঠন করা হয়নি। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ১১ জুন। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই দলে ওপেনার হিসেবে নেওয়া হয়েছে ভারতের যশস্বী জয়সওয়াল ও অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা। তিন নম্বরে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। চার ও পাঁচ নম্বরে ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক।

ছ' নম্বরে শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস, সাতে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। অধিনায়ক করা হয়েছে প্যাট কামিন্সকে। ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরাহ, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও পাকিস্তানের নোমান আলিকে নিয়ে বোলিং বিভাগ। দ্বাদশ সদস্য দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিচারে  সেরা টেস্ট একাদশ- 

যশস্বী জয়সওয়াল, উসমান খোয়াজা, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), জশপ্রীত বুমরাহ, ম্যাট হেনরি ও নোমান আলি। দ্বাদশ ব্যক্তি–কাগিসো রাবাদা।