আজকাল ওয়েবডেস্ক:‌ নো বলে ১০০ তম উইকেট পেলেন জসপ্রীত বুমরা?‌ এমন প্রশ্ন উঠছে। 


এটা ঘটনা, একমাত্র ভারতীয় বোলার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি–২০ আন্তর্জাতিকে ১০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন বুমরা। আর বিশ্বের পঞ্চম বোলার হিসেবে এই নজির গড়লেন তিনি। কটকের বরাবাটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার ইনিংসের দশম ওভারে ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করেন বুমরা। ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। আউট হওয়ার আগে ২২ রান করে যান ব্রেভিস।


কিন্তু বলটা কী নো ছিল?‌ দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১০.২ ওভারে ঘটনাটি ঘটে। বুমরার বল তুলে মারতে যান ব্রেভিস। কিন্তু ব্যাটে বলে ঠিকঠাক হয়নি। সূর্যকুমার যাদব ক্যাচ ধরেন। কিন্তু বলটি বৈধ কিনা তা নিয়ে সামান্য বিতর্ক তৈরি হয়। আম্পায়াররা ফ্রন্ট–ফুট নো বল পরীক্ষা করার পর সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ারের কাছে। তিনি বলটি বৈধ ঘোষণা করেন। ফলে সাজঘরে ফিরতে হয় ব্রেভিসকে।


যদিও আম্পায়ার বুমরার বলটিকে বৈধ ঘোষণা করলেও কিন্তু ক্যামেরার অন্য অ্যাঙ্গেলে দেখে মনে হয়েছে ওভারস্টেপ করেছেন বুমরা। বেশ কিছু ধারাভাষ্যকারও বলটি বৈধ কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন। 


যদিও আম্পায়ারের কাছে বলটি বৈধ হওয়ায় আর কোনও আলোচনার জায়গা ছিল না। তবে নেটিজেনরা একমত, যে বলটি নো বল ঘোষণা করলেও বুমরার ১০০ উইকেট পাওয়া আটকাত না। ঠিক একটি উইকেট নিয়ে নিতেন তিনি। 


প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে বুমরা বিশ্রামে ছিলেন। টি–টোয়েন্টি সিরিজে ফিরেই নিজের জাত চেনালেন। মাত্র ৩ ওভার বল করে ১৭ রানের বিনিময়ে ২ উইকেট পান তিনি।