আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রি হতে চলেছে। সরকারিভাবে বিক্রি করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে মালিক সংস্থা ডিয়াজিও। মুম্বইয়ের শেয়ার বাজারে তা নথিভুক্তও করা হয়েছে। ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মালিকানাধীন ইংল্যান্ডের সংস্থা ডিয়াজিও কর্তৃপক্ষের আশা, আগামী ৩১ মার্চের মধ্যে নতুন মালিক পক্ষ চূড়ান্ত হয়ে যাবে।
জানা গেছে, আরসিবি কেনার দৌড়ে বেশ কয়েকজন শিল্পপতি রয়েছেন। বেঙ্গালুরুর বাসিন্দা ‘জিরোধা’র অন্যতম প্রতিষ্ঠাতা নিখিল কামাথ, মণিপাল গোষ্ঠীর চেয়ারম্যান রঞ্জন পাই, সেরাম ইন্সস্টিটিউটের চেয়ারম্যান আদার পুনাওয়ালার নাম শোনা যাচ্ছে। তবে এঁদের কারও পক্ষেই একা আরসিবি কেনা সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। মনে করা হচ্ছে, কামাথ, পাই এবং পুনাওয়ালা একটি গোষ্ঠী তৈরি করতে পারেন আরসিবি কেনার জন্য। কারণ আরসিবির বিপুল বাজার মূল্য।
ফোর্বস পত্রিকার তথ্য অনুযায়ী, ২০২২ সালে আরসিবির মূল্য ছিল প্রায় ৮,৩০০ কোটি টাকা। গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় নিশ্চিতভাবে আইপিএল ফ্যাঞ্চাইজিটির মূল্য বাড়বে। বিশেষজ্ঞদের মতে কামাথ, পাই বা পুনাওয়ালা–কারও একার পক্ষে আরসিবির মালিকানা পাওয়া সম্ভব নয়।
এখন দেখার বিষয়টি কোনদিকে যায়। তবে এটা ঘটনা, বিরাট কোহলি যেমন আরসিবিতে খেলেন। তেমনি উইমেন্স প্রিমিয়ার লিগে আরসিবিতে খেলেন স্মৃতি মান্ধানা। আর মান্ধানা মহিলা বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হওয়ার পর আরসিবির বাজার মূল্য আরও বাড়বে।
