আজকাল ওয়েবডেস্ক:‌ পুরনো ক্লাবে ফিরছেন নেইমার। সোশ্যাল মিডিয়ায় নেইমার জানিয়েছেন, তিনি ছোটবেলার ক্লাব স্যান্টোসেই ফিরছেন। পোস্টে নেইমার বলেছেন, ‘‌ঘনিষ্ঠরা বিষয়টি জানে। স্যান্টোস ফুটবল ক্লাবে সই করতে চলেছি। ক্লাব ও সমর্থকদের প্রতি আমার ভালবাসা এখনও অটুট।’‌ 


সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে ১৭ মাসের সম্পর্ক ছিন্ন করেছেন নেইমার। চোট আঘাতের জেরে সৌদির এই ক্লাবে নিয়মিত খেলতেও পারেননি তিনি। 
প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০১৩ সালে পর্যন্ত ব্রাজিলের ক্লাব স্যান্টোসে খেলেছিলেন তিনি। ২২৫ ম্যাচে রয়েছে ১৩৬ গোল। তারপর চলে আসেন বার্সেলোনায়। সেখান থেকে প্যারিস সাঁ জাঁ হয়ে চলে যান সৌদির আল হিলাল ক্লাবে। বার্সেলোনায় থাকাকালীন সাফল্য পেয়েছিলেন। কিন্তু পিএসজি বা আল হিলালে সেই সাফল্য ছিল না। 
২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে ৮৫০ কোটি টাকায় আল হিলালে আসেন নেইমার। কিন্তু চোটের জন্য তিনি প্রায় খেলতেই পারেননি। এই ক্লাবের হয়ে খেলেছেন মাত্র সাতটি ম্যাচ। করেছেন ১ গোল। অ্যাসিস্ট ৩। 


আবার স্যান্টোসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। বলেছেন, ‘‌স্যান্টোসের সঙ্গে আমৃত্যু যুক্ত থাকার সুযোগ খুব কম মানুষ পায়।’‌ পাল্টা স্যান্টোস পোস্টে লিখেছে, ‘‌তোমার ঘর তোমার অপেক্ষায়।’‌ 

দেশের হয়ে ২০২৬ বিশ্বকাপই তাঁর শেষ জানিয়ে দিয়েছেন নেইমার। ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন নেইমার।