আজকাল ওয়েবডেস্ক: একশো গজে সময় ভাল যাচ্ছে না নেইমার জুনিয়রের। কিন্তু মাঠের বাইরে আরও একটি পালক যোগ হল তাঁর মুকুটে। দুবাইয়ে চোখধাঁধানো, বিলাসবহুল পেন্টহাউজ কিনলেন ব্রাজিলীয় তারকা। দুবাইয়ের বুগাত্তি রেসিডেন্সেজে ৪৫৬ কোটি টাকা দিয়ে এই সম্পত্তির মালিক হলেন নেইমার। দুবাইয়ের আভিজাত্য এলাকায় অবস্থিত এই পেন্টহাউজ। সবরকম অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে তাঁর নতুন বাড়িতে। রয়েছে একটি প্রাইভেট সুইমিং পুল। যেখান থেকে দুবাইয়ের স্কাইলাইন দেখা যাবে। অত্যাধুনিক ফিটনেস সেন্টার থাকছে। পেন্টহাউজের আলোকসজ্জা দেখার মতো। মাটি থেকে সিলিং পর্যন্ত আলোর রোশনাইয়ে আভিজাত্যের ছোঁয়া। রয়েছে রুফটপ গার্ডেন। প্রাইভেট এলিভেটর। বিশ্বমানের সবরকমের সুযোগ সুবিধা থাকছে এই পেন্টহাউজে। 

বিলাসবহুল লাইফস্টাইল বাদ দিলে, ফুটবলার নেইমারের কেরিয়ার নিম্নমুখী। চোটে জর্জরিত। সম্প্রতি ব্রাজিলের ক্লাব পালমেইরাসে সই করার কথা শোনা গিয়েছিল। কিন্তু সেই রটনায় দাড়ি টানেন ক্লাবের সভাপতি লায়লা পেরেরা। জানান, 'নেইমার পালমেইরাসে যোগ দেবে না। এই ক্লাব মেডিকেল বিভাগ নয়।' তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর থেকেই নেইমারের বর্তমান পরিস্থিতি স্পষ্ট। বর্তমানে সৌদি আরবের আল হিলালে খেলেন নেইমার। ২০২৩ সালের আগস্টে হাই-প্রোফাইল ট্রান্সফারের পর থেকেই চোটে জর্জরিত নেইমার। সম্প্রতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পেশিতে চোট পান। মাত্র দুটো ম্যাচ খেলার পরই প্রতিযোগিতা থেকে ছিটকে যান। যদিও আল হিলালের কোচ জর্জ জেসাস দাবি করেন, তাঁর আগের চোটের সঙ্গে এটার কোনও সম্পর্ক নেই। বিপুল অর্থে আল হিলালে যোগ দেওয়ার পর মাত্র সাতটি ম্যাচ খেলেছেন নেইমার। যার ফলে সৌদি আরবের ক্লাবে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।