আজকাল ওয়েবডেস্ক: জন্মভূমি পাকিস্তানের বিরুদ্ধেই বিশ্বরেকর্ড গড়লেন নিউ জিল্যান্ডের অলরাউন্ডার মহম্মদ আব্বাস। এক ভারতীয়র রেকর্ডও ধুয়ে মুছে দিলেন।
নেপিয়ারে অনুষ্ঠিত নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান ওয়ানডে ম্যাচে মহম্মদ আব্বাস করেন ৫২ রান। সেই সঙ্গে গড়েন নতুন রেকর্ড। অভিষেকে ২৪ বলে ৫০ রান করে আব্বাস গড়েন বিশ্ব রেকর্ড।
লাহোরে জন্ম আব্বাসের। তিনি ভারতীয় তারকা ক্রনাল পাণ্ডিয়ার অভিষেক ম্যাচে ২৬ বলে পঞ্চাশের রেকর্ড ভেঙে দেন।
টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে দুরমুশ করেছিল নিউ জিল্যান্ড। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচও কিউয়িরা জিতে নিয়ে সিরিজে এগিয়ে গেল ১-০-এ। নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন মার্ক চ্যাপম্যান। তাঁর সেঞ্চুরিতে ৫০ ওভারে কিউয়িরা করে ৯ উইকেটে ৩৪৪ রান।
১১১ বলে ১৩২ রান করেন চ্যাপম্যান। ড্যারিল মিচেল ৮৪ বলে ৭৬ রান করেন। আন্তর্জাতিক অভিষেকে আকিফ জাভেদ ৫৫ রানে ২ উইকেট নেন। তবে পাক বোলারদের মধ্যে সব থেকে ভাল বল করেছেন ইরফান খান। ৫১ রানে ৩ উইকেট নেন তিনি।
রান তাড়া করতে নেমে একসময়ে মনে হচ্ছিল পাকিস্তান ঠিক পথেই এগোচ্ছে। ২৪৯ রানে ৩ উইকেট, এই অবস্থায় পাক সমর্থকরা ভেবেছিলেন ম্যাচটা জিতে যাবেন বাবর আজমরা। তাঁকে ফেরানো হয়েছে দলে। ৮৩ বলে ৭৮ রান করেন বাবর। তিনি ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। ২২ রানে শেষ সাতটি উইকেট যায় পাকিস্তানের। ন্যাথান স্মিথ ৬০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন।
