আজকাল ওয়েবডেস্ক:‌ জয় শাহ আইসিসির চেয়ারম্যান পদে বসেছেন। বোর্ডে তাঁর ছেড়ে যাওয়া সচিব পদে রবিবারই সরকারিভাবে বসেছেন দেবজিৎ সইকিয়া। আর পদে বসেই দেগেছেন তোপ। 


প্রসঙ্গত, ১২ বছর পর বর্ডার গাভাসকার ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের। ১–৩ ফলে অস্ট্রেলিয়ায় সিরিজ হেরেছেন রোহিতরা। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে। নতুন সচিব বলেছেন, ‘‌এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। টেস্টে ভাল খেলতে পারছি না। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তা প্রমাণিত। আপাতত ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। আমরা একটা একটা করে সিরিজ নিয়ে ভাবছি। গত দু’‌দিন ধরে প্রচুর আলোচনা হয়েছে। সমাধানের রাস্তা খোঁজা হচ্ছে।’‌ এখন অবশ্য ইংল্যান্ড সিরিজেই ফোকাস রাখছে বিসিসিআই। সইকিয়া বলেছেন, ‘‌অনেক বিশেষজ্ঞের সঙ্গে কথা হয়েছে। এখন আমাদের চ্যালেঞ্জ ইংল্যান্ড সিরিজ। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি। জয় শাহর কাজ এগিয়ে নিয়ে যাওয়াই আমার কর্তব্য।’‌


প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি২০ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। টি২০ সিরিজ শুরু হবে ২২ জানুয়ারি থেকে। প্রথম খেলা ইডেনে। দল ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল এখনও ঘোষণা করেনি বিসিসিআই।