আজকাল ওয়েবডেস্ক:‌ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দল চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে দিয়েছে। কিন্তু ভারত এখনও করেনি। সম্ভবত ১৯ জানুয়ারি বিসিসিআই দল ঘোষণা করবে। এদিকে দল ঘোষণা করতে দেরি হওয়ায় বিরক্ত প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। প্রাথমিক দল ঘোষণার শেষ দিন ছিল ১২ জানুয়ারি। কিন্তু ডেডলাইন পেরিয়ে গেলেও বিসিসিআই দল ঘোষণা করেনি।


ভারত ছাড়াও দল ঘোষণা করেনি পাকিস্তানও। তবে টিম ইন্ডিয়ার দল ঘোষণা না হওয়ার কারণ বুমরার চোটের সর্বশেষ আপডেট। নিশ্চিত না হয়ে দল ঘোষণা করতে চাইছে না বিসিসিআই। প্রসঙ্গত, সিডনিতে পঞ্চম টেস্টে বল করার সময় কোমরে চোট পান বুমরা। হাসপাতালেও যেতে হয়েছিল তাঁকে। বোর্ডের মেডিক্যাল টিম এখনও বুমরার চোট নিয়ে চূড়ান্ত কিছু জানায়নি। এখানেই বিরক্ত সিধু।


প্রাক্তন ক্রিকেটারের কথায়, ‘‌আইসিসির ২৫ বছরের ইতিহাসে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণায় এত দেরি হয়নি। ১২ জানুয়ারির ডেডলাইন শেষ হয়েছে। বুমরার জন্য অপেক্ষা করা হচ্ছে। সতীর্থ থেকে দেশবাসীরা চাইছেন বুমরা সুস্থ হয়ে উঠুন।’‌ এরপরই সিধুর সংযোজন, ‘‌বুমরার চোট নিয়ে সঠিক তথ্য এখনও দেওয়া হয়নি। এটা মানতেই হবে বুমরার কাঁধে বড় দায়িত্ব রয়েছে। ক্রিকেট বিশ্ব বুমরার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে।’‌ 


বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, ১৮ কিংবা ১৯ জানুয়ারি দল ঘোষণা করা হবে। সূত্রের খবর, বুমরা সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ লিগের ম্যাচগুলি খেলতে পারবেন না। 


এদিকে, বর্ডার গাভাসকার ট্রফিতে ব্যর্থ হলেও সীমিত ওভারের ক্রিকেটে ভারতের ভাল ফলের ব্যাপারে আশাবাদী সিধু। তাঁর কথায়, ‘‌টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। তাই পিছনে ফিরে তাকানোর দরকার নেই। একদিনের ক্রিকেটে ভারত শীর্ষস্থানেই রয়েছে। শেষ ১৭ টি২০ ম্যাচের মধ্যে ১৪ খানা জিতেছে।’‌