আজকাল ওয়েবডেস্ক:‌ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ইনিংসে হার। দুই টেস্টের সিরিজ বাংলাদেশ হেরেও গেল ০–১ ব্যবধানে। এরপরেই নেতৃত্ব ছাড়লেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। 


প্রথম টেস্ট ড্র হয়েছিল। আর দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৭৮ রানে হারতে হল বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতেই বাংলাদেশের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিলেন শান্ত। তিনি শুধু লাল বলের ক্রিকেটেই অধিনায়ক ছিলেন। এর আগে এক দিনের ক্রিকেটে তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তখন টেস্টের নেতৃত্ব থেকে সরে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁকেই অধিনায়ক করে পাঠিয়েছিল বাংলাদেশ।


ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে শান্ত জানিয়েছেন, ‘‌আর টেস্টে নেতৃত্ব দিতে চাই না। এটা ব্যক্তিগত কোনও ব্যাপার নয়। দলের ভালর জন্যই করছি। আমার মতে, তিন ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়ক থাকার কোনও মানে নেই। বোর্ড কী ভাবছে জানি না। বোর্ড যা বলবে মেনে নেব। আবারও বলছি, আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিচ্ছি না। দলের ভালর জন্যই বলছি।’‌ এর অর্থ বোর্ডের নীতিকেই প্রশ্নের মুখে ফেলে দিলেন শান্ত।


সম্প্রতি শান্তকে এক দিনের ক্রিকেটে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করা হয়েছিল। শান্তর নেতৃত্বে ১৪টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০২৩ সালের নভেম্বর থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। শান্তর নেতৃত্ব চারটি টেস্ট জিতেছে বাংলাদেশ। তার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে দু’টি টেস্ট রয়েছে। কিন্তু ন’টি টেস্টে হেরে যায় বাংলাদেশ। একটি টেস্ট ড্র করে।