আজকাল ওয়েবডেস্ক: আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোট ২০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। 

কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে চাপ বাড়তে থাকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপরে। 

বিসিসিআই-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেয় বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে। 

তার পর থেকেই পরিস্থিতি অন্য দিকে মোড় নিতে শুরু করে দেয়। 

বাংলাদেশের তারকা পেসার সম্পর্কে এবার পাওয়া গেল আপডেট। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মুস্তাফিজুরের কাছে প্রস্তাব গিয়েছিল। 

বাংলাদেশের তারকা পেসার এই প্রস্তাব পেয়ে কী বললেন? বাংলাদেশের ক্রিকেটারদের ওয়েলফেয়ার সংস্থার প্রেসিডেন্ট মহম্মদ মিঠুন জানিয়েছেন, আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কেকেআরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য মুস্তাফিজুরকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 

মুস্তাফিজুরকে নিয়ে বিতর্ক অন্য মাত্রা নিয়েছে। ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ খেলবে না বলে দাবি করেন সেদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি-র কাছেও চিঠি পাঠানো হয়। 
ক্রীড়া উপদেষ্টা জানান, আইসিসি-র নিরাপত্তা বিভাগ থেকে পাঠানো চিঠিতে তিনটি কারণের কথা বলা হয়েছে, যেগুলোর জন্য নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে বাংলাদেশের। তার মধ্যে একটি কারণ মুস্তাফিজুরকে নিয়ে। বাংলাদেশের তারকা বাঁ হাতি পেসার দলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সমস্যা বাড়তে পারে। 

 নিরাপত্তার অজুহাত দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে আসতে চাইছে না বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হোক। কিন্তু আইসিসি নিজেদের সিদ্ধান্তে অনড়। ভেন্যু বদলের কোনও ভাবনাই আইসিসির মাথায় আসেনি। 

এদিকে বাংলাদেশের ভেন্যু বদলের দাবির মধ্যেই ক্রিকেটারদের চাপে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করে সে দেশের ক্রিকেট সমাজের রোষের মুখে পড়েছেন নাজমুল। যা নিয়ে সরব হয়েছিলেন বর্তমান টিমের ক্রিকেটাররাও। এবং সেখানেই ক্ষান্ত হননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিরেক্টর। বুধবার তিনি ফের বেফাঁস মন্তব্য করে বসেন। বলে দেন, একবার টি–২০ বিশ্বকাপ না খেললে বড় কোনও ক্ষতি হবে না। আর কোটি–কোটি টাকা খরচ করে ক্রিকেটারদের বিশ্বকাপ খেলতে পাঠানোর পরেও যদি তাঁরা কিছু না করতে পারেন, তখন কী হবে? ক্রিকেটারদের থেকে কি টাকা ফেরত চাওয়া হবে? সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট টালমাটাল।