আজকাল ওয়েবডেস্ক: কেরিয়ারের খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইজার্স ছেড়ে দিয়েছে মুস্তাফিজুরকে।
তার পর থেকেই বাংলাদেশ উত্তাল। ভারত ও বিসিসিআই-এর তীব্র সমালোচনা চলছে। মুস্তাফিজুরকে নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে ভারতের মাটিতে এসে তারা বিশ্বকাপ খেলবে না।
এই পরিস্থিতিতেও মুস্তাফিজুর কিন্তু মাঠে বল হাতে দুরন্ত পারফরম্যান্স তুলে ধরছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি চারশো উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন।
৩১৫ নম্বর ম্যাচে মুস্তাফিজুর চারশো উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে রংপুর টাইগার্সের মুখোমুখি হয়েছিল সিলেট টাইটান্স। রংপুরের জার্সিতে মুস্তাফিজুর ৪ ওভার হাত ঘুরিয়ে ২৪ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন। মেহদি হাসান মিরাজকে আউট করে চারশো উইকেটের মাইলফলক ছোঁন। টি-টোয়েন্টি ফরম্যাটে মুস্তাফিজুরের উইকেট সংখ্যা ৪০২। চারটি উইকেট নিয়েছেন ছ'বার। পাঁচ উইকেট নেন চারবার।
রবিবার রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল্সের খেলায় ম্যাচ জেতানো শেষ ওভার করেন মুস্তাফিজুর। ১৫৬ রান করেছিল রংপুর। শেষ ওভারে ঢাকা ক্যাপিটাল্সের জেতার জন্য দরকার ছিল ১০ রান। হাতে ছিল ৬ উইকেট। ম্যাচ ঢাকার নিয়ন্ত্রণে ছিল। ডেথ ওভারে মুস্তাফিজুরের হাতে বল তুলে দেওয়া হয়। শেষ ওভারে মুস্তাফিজুর চার রান দেন। রংপুর পাঁচ রানে ম্যাচ জেতে। দিনের শেষে মুস্তাফিজুরের স্পেল বলছে ৪-০-২৩-১।
খেলার শেষে রংপুরের ক্যাপ্টেন নুরুল হাসান সোহন অভিজ্ঞ বোলারের প্রশংসা করে বলেন, ''মুস্তাফিজুর আন্তর্জাতিক মানের বোলার। দীর্ঘসময় ধরে সেটাই প্রমাণ করে চলেছে। ওর উপরে আত্মবিশ্বাস রয়েছে সবার। ওর সম্পর্কে বলার আর কিছু নেই। সবাই মুস্তাফিজুরকে নিয়ে মুগ্ধ।''
আর যাঁকে নিয়ে এত চর্চা, এত আলোচনা, এত বিতর্ক সেই মুস্তাফিজ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, '' গুরুত্বপূর্ণ সময়ে দলের প্রয়োজনে এগিয়ে আসতে পেরে খুশি। দলের জয়ে অবদান রাখতে পেরে সন্তুষ্ট। পরের পদেক্ষেপের অপেক্ষা।''
মুস্তাফিজুর রহমান বিপিএল মাতাচ্ছেন। কিন্তু তাঁর দেশে নিষিদ্ধ হয়ে গেল আইপিএল।
