আজকাল ওয়েবডেস্ক: শনিবার কোটিপতি লিগের মঞ্চ যেন ঘরে ফেরার পালা। রবীন্দ্র জাদেজার পর এবার পুরোনো দলে ফিরছেন মায়াঙ্ক মারকান্ডে। কলকাতা নাইট রাইডার্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন ২৮ বছরের স্পিনার। দেশের হয়ে একটি মাত্র টি-২০ খেলেছেন মায়াঙ্ক। তাঁকে ৩০ লক্ষতে কিনেছিল কেকেআর। একই অঙ্কে মুম্বইয়ে ফিরছেন স্পিনার। ২০১৯ আইপিএল জয়ী মুম্বই দলে ছিলেন তিনি। সেই বছরই ভারতের হয়ে খেলেন। বিভিন্ন পিচে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে মায়াঙ্কের। তাই মুম্বইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। 

এদিকে বদলে গিয়েছে রবীন্দ্র জাদেজা এবং সঞ্জু স্যামসনের ফ্র্যাঞ্চাইজি। রিটেনশন তালিকা জমা দেওয়ার আগে জাদেজাকে রিলিজ করে স্যামসনকে নেয় রাজস্থান রয়্যালস। বেতন কমিয়ে নিজের পুরোনো দলে ফিরলেন তারকা অলরাউন্ডার। ১৮ কোটি থেকে ১৪ কোটিতে নেমে এসেছেন। তবে বেতন কমেনি সঞ্জুর। চেন্নাইয়েও ১৮ কোটি পাবেন তিনি। চার বছর রাজস্থানকে নেতৃত্ব দেওয়ার পর এবার হলুদ জার্সিতে দেখা যাবে। আইপিএলের নির্দেশিকায় বলা হয়েছে, 'জাদেজা ১২ বছর চেন্নাই সুপার কিংসে খেলেছে। লিগের অভিজ্ঞ প্লেয়ারদের মধ্যে অন্যতম। ২৫০ এর বেশি ম্যাচ খেলেছে। ট্রেডের চুক্তি অনুযায়ী, ১৮ কোটি থেকে তাঁর বেতন ১৪ কোটি হয়েছে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক এবং ভারতের উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসনকে ১৮ কোটিতেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে।' আইপিএলের অভিজ্ঞ প্লেয়ারদের তালিকায় জায়গা পাবেন সঞ্জু। ১৭৭ ম্যাচ খেলে ফেলেছেন। ২০১৬ এবং ২০১৭ সাল বাদে বাকি বছরগুলো রাজস্থানে খেলেন ভারতের উইকেটকিপার‌ ব্যাটার।