আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে কবে ফিরবেন বুমরা? জানেন না মুম্বই ইন্ডিয়ান্স হেড কোচ মাহেলা জয়বর্ধনে। আইপিএলে একটি ম্যাচ খেলে ফেলেছে মুম্বই। চেন্নাইয়ের কাছে সেই ম্যাচে হারতে হয়েছে। শনিবার সামনে গুজরাট টাইটান্স। কিন্তু জয়বর্ধনে এখনও জানেন না কবে থেকে পাওয়া যাবে স্পিডস্টারকে।
মাহেলার কথায়, ‘বুমরা ছাড়া সবাইকেই পাচ্ছি গুজরাট ম্যাচে। আগেও বলেছি, বুমরার ফিটনেস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বোর্ড। কিন্তু সেটা কবে তা বলতে পারব না। এনসিএ বোর্ডকে রিপোর্ট করবে। তারপরই বিষয়টা স্পষ্ট হবে।’
প্রসঙ্গত, বর্ডার গাভাসকার ট্রফিতে সিডনি টেস্টে পিঠে চোট পেয়েছিলেন বুমরা। যার ফলে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি বুমরা। আইপিএলে কবে নামবেন তা এখনও নিশ্চিত নয়।
বুমরা মুম্বই শিবিরে যোগ না দিলেও অধিনায়ক হার্দিক শনিবারের ম্যাচে ফিরছেন। এক ম্যাচের নির্বাসিন কাটিয়ে শনিবার মাঠে নামবেন পাণ্ডিয়া। জয়বর্ধনের কথায়, ‘হার্দিক দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার। অধিনায়কও বটে। একাধিক ম্যাচে দলকে জিতিয়েছে। এবারও নিজের সেরাটাই দেবে।’
বুমরা ও পাণ্ডিয়া না থাকায় মুম্বই প্রথম ম্যাচে সত্যনারায়ণ রাজু ও ভিগনেশ পুথুরকে খেলিয়েছিল। রাজুকে এক ওভার বল দেওয়া হয়। তবে বাঁহাতি চায়নাম্যান বোলার পুথুর তিন উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। শনিবার পাণ্ডিয়া ফিরবেন। ফলে দলে পরিবর্তন হবে। এখন দেখার রাজু ও রবিন মিঞ্জের মধ্যে কাকে বসিয়ে হার্দিককে খেলায় মুম্বই।
