আজকাল ওয়েবডেস্ক: আচমকা ক্রিকেটভক্তদের চমকে দিলেন মহেন্দ্র সিং ধোনি। হঠাৎই মুম্বই ইন্ডিয়ান্সের ট্রেনিং জার্সিতে দেখা যায় প্রাক্তন ভারত অধিনায়ক এবং চেন্নাই সুপার কিংসের নেতাকে। শিল্পপতি অরুণ বৈদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। ফুটবল মাঠের বাইরে একটি গ্রুপের সঙ্গে ছবিতে আছেন ধোনি। সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যায় তাঁকে। ছবির ক্যাপশনে লেখা হয়, 'এমএসের সঙ্গে ফুটবল ম্যাচ।' এই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অবাক হয়ে যায় সিএসকের ফ্যানরা। ধোনিকে হলুদ জার্সি ছাড়া অন্য কোনও জার্সিতে ভাবতে পারেনি তাঁরা। তবে বাইশ গজের বাইরে তাঁকে অন্য জার্সিতে দেখে খুশি মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা। কোনও বিশেষ ইঙ্গিত না থাকলেও, তাঁদের প্রিয় দলের জার্সিতে ধোনিকে দেখে উচ্ছ্বসিত মুম্বইয়ের ফ্যানরা। 

অন্যদিকে এবার আরও একটি নতুন ভূমিকায় দেখা যাবে ধোনিকে। ডিজিসিএ ড্রোন পাইলট সার্টিফিকেশন প্রোগ্রাম শেষ করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। বাইক, গাড়ি নিয়ে তাঁর আগ্রহ অপরিসীম। এবার তাঁর মুকুটে আরও একটি পালক যুক্ত হল। গারুদা এরোস্পেস থেকে ড্রোন পাইলটের লাইসেন্স পেলেন ধোনি। টানা কঠোর টেনিংয়ের পর এবার ড্রোন ওড়ানোর অনুমতি পেলেন ক্যাপ্টেন কুল। নিজের ফেসবুকে‌ ধোনি লেখেন, 'আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমি গারুদা এরোস্পেস থেকে ড্রোন পাইলটের সার্টিফিকেশন প্রোগ্রাম শেষ করেছি।' গারুদা এরোস্পেস ডিজিসিএ অনুমোদিত রিমোট পাইলট ট্রেনিং সংস্থা। ২৫০০ এর বেশি পাইলটকে ট্রেনিং দিয়েছে। এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ধোনি। তিনি এই ট্রেনিং সম্পূর্ণ করায় খুশি গারুদা এরোস্পেসের প্রতিষ্ঠাতা এবং সিইও। তিনি বলেন, 'আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ইনভেস্টর ধোনি ট্রেনিং সম্পূর্ণ করে ড্রোন পাইলটের লাইসেন্সপ্রাপ্ত হওয়া আমাদের কাছে মাইলস্টোন। ও খুব তাড়াতাড়ি শিখে ফেলেছে। শেখার প্রতি খুবই আগ্রহ ছিল। ড্রোন ইন্ডাস্ট্রির ওপর ওর ভরসা আমাদের দলের কাছে উৎসাহের। মাহি ভাই অনুপ্রেরণা যোগায়। তাঁর সাহায্য পেয়ে আমরা উপকৃত।' 

ক্রিকেট ছাড়াও একাধিক বিষয়ে আগ্রহ রয়েছে ধোনির। ২০১১ সালে ভারতীয় সেনাবাহিনীতে লেফট্যানেন্ট কর্নেলের পোস্টে সম্মানিত করা হয় তাঁকে। ব্যাট এবং গ্লাভস হাতে একটা সময় বাইশ গজে‌ দাপিয়ে বেড়িয়েছেন ধোনি। ১৭,২৬৬ আন্তর্জাতিক রান রয়েছে তাঁর। উইকেটের পেছনে শিকার ৮২৯। সব ফরম্যাট মিলিয়ে ৫৩৮ ম্যাচ খেলেন। অধিনায়ক হিসেবে তিনটি আইসিসি ট্রফি জেতেন। প্রায় ছয় বছর হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে পাঁচটি ট্রফি দেন। এখনও আইপিএল খেলছেন। তবে আগামী মরশুমে তাঁকে হলুদ জার্সিতে দেখা যাবে কিনা সেই নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত। কোটিপতি লিগ শুরু হতে এখনও পাঁচ মাস বাকি। সঠিক সময় নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবেন বলে জানান ধোনি।