আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনি আবার চর্চায়। আইপিএলের জন্য কি প্রস্তুতি শুরু করে দিলেন তিনি? আইপিএল শুরু হতে আরও মাস দুয়েক বাকি। তার আগে ধোনিকে নিয়ে শুরু হয়ে গেল জল্পনা। ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা একটি ছোট্ট ক্লিপ প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে এমএস ধোনি প্যাড পরে হাতে ব্যাট নিয়ে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার সচিব সৌরভ তিওয়ারির সঙ্গে কথা বলছেন। নেটে ব্যাট করতে যাওয়ার আগে ধোনির ব্যাট হাতে ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু করে দিয়েছে। সেই ভিডিওর পোস্টে লেখা, ''দেখো কে ফিরে এসেছে? ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার গর্ব-মহেন্দ্র সিং ধোনি।''
এদিকে দিনকয়েক আগে আরসিবি-র আইপিএল জয় নিয়ে মন্তব্য করেছিলেন ধোনি। ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে আরসিবি। গতবারের আইপিএলে ধারাবাহিক ভাবে ভাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। সেই প্রসঙ্গে ধোনি বলেন, তাঁর নিজের দল বাদে অন্য দল আইপিএল জিতছে এ কথা তিনি কল্পনাও করতে পারেন না। আরসিবি ভক্তদের দারুণ প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধোনি বলেন, ''আমি সিএসকে-র অংশ। সিএসকে ছাড়া অন্য দল আইপিএল জিতছে এ কথা কল্পনাও করতে পারি না। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরে আরসিবি চ্যাম্পিয়ন হল। ওরা খুবই ভাল খেলেছে। অসংখ্য অভিনন্দন ওদের।''
বহু যুদ্ধের সৈনিক ধোনি আরও বলেন, ''সব থেকে বড় ব্যাপার হল, কোনও টুর্নামেন্টে অংশ নিলে সংশ্লিষ্ট খেলোয়াড় চায় তার দল চ্যাম্পিয়ন হবে। সব সময়ে তা হয়তো খাটবে না। অন্য দলের কাছ থেকে কী শেখা গেল, সেটা খুবই গুরুত্বপূর্ণ।''
Yellow Pads.. 👀
— Chennai Super Kings (@ChennaiIPL)
Thala nation, it's that time of the year!!!!! 🥳🔥 #WhistlePodu
🎥 : Jharkhand cricket association pic.twitter.com/DEbOpEFQ4mTweet by @ChennaiIPL
আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১০টি আইপিএল ফাইনালে তাঁর দল সিএসকে অংশ নিয়েছে। পাঁচবার খেতাব জেতার অধিকারী সিএসকে। ভক্তদের উদ্দেশে ধোনি বলেছেন, ''আরসিবি-র ভক্তরা দুর্দান্ত। দল খারাপ খেললেও তাদের সাপোর্টাররা এসে মাঠ ভরায়, সমর্থন করে যায় দলকে।''
এর আগে অবশ্য ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে আরসিবি আইপিএল ফাইনালে উঠেও খেতাব জিততে পারেনি। কিন্তু ২০২৫ সালে বিরাট কোহলির আরসিবি পাঞ্জাব কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
