আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজের আগে ভারতের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন প্রোটিয়া পেসার মর্নি মর্কেল। ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফের যুক্ত হয়ে অত্যন্ত আবেগঘন হয়ে পড়েছেন মর্কেল। এরপরেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে বিসিসিআই। সেখানে মর্কেল জানিয়েছেন, দায়িত্ব পাওয়ার পরেই তিনি প্রথম ফোন করেছেন তাঁর বাবাকে। হেড কোচ গৌতম গম্ভীরের দায়িত্বে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়ে কতটা আনন্দ এবং গর্ব অনুভব করেছিলেন তা  নিজের বাবার সঙ্গে ভাগ করে নিয়েছেন মর্কেল। গত ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ভারতের সিনিয়র ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্বে আসেন তিনি।

 

 

প্রাক্তন প্রোটিয়া পেসার জানিয়েছেন, মাঠে জয়ের জন্য চাবিকাঠি হল দলের পরিবেশকে সুস্থ করে তোলা। বিসিসিআইয়ের প্রকাশ করা ভিডিওতে মর্কেলকে বলতে শোনা যায়, আমি যখন বোলিং কোচের দায়িত্ব নেওয়ার ফোন পাই, কথা বলা শেষ করে পাঁচ মিনিট ঘরে চুপ করে বসে ভাবছিলাম কত বড় দায়িত্ব আসতে চলেছে। এরপর আমি আবার বাবাকে ফোন করি। সাধারণত, অনেকে বলেন এরকম ঘটনার ক্ষেত্রে মানুষ স্ত্রীয়ের কাছে যান। আমি ফোন করি বাবাকে। এই আনন্দের মুহূর্ত আমি আবার পরিবারের সঙ্গেও ভাগ করে নিয়েছি

 

 

বর্তমান ভারতীয় দলের একাধিক সদস্যের সঙ্গে কাজ করেছেন মর্কেল। আইপিএলেও কোচিং করিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন গম্ভীরের সঙ্গে। ফলে, মানিয়ে নিতে কোনও অসুবিধা হবে না বলেই জানাচ্ছেন তিনি। উল্লেখ্য, ভারতীয় দলে যোগ দেওয়ার আগে ২০২৩ বিশ্বকাপের সময় পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন মর্কেল। ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন মর্নি। প্রোটিয়াদের ইতিহাসে অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে ধরা হয়ে থাকে মর্কেলকে।