আজকাল ওয়েবডেস্ক: ফের ফেডারেশনের সঙ্গে সংঘাত। সুপার কাপে বিদেশির সংখ্যা কমানো নিতে এআইএফএফকে চিঠি মোহনবাগানের। আগামী ২৫ অক্টোবর শুরু হবে সুপার কাপ। প্রথম দিনই নামবে মোহনবাগান। নিজেদের দেখানো পথ থেকেই সরে এসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বছর তিনেক আগে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন, ভারতীয় ফুটবলারদের তুলে আনতে দেশের সেরা লিগগুলোতে বিদেশির সংখ্যা কমানো উচিত। সেই অনুযায়ী আইএসএলে ছয় বিদেশি নথিভুক্ত করানো হলেও, প্রথম একাদশে চারজনকে খেলানো যায়। তার পরপরই কলকাতা লিগ বিদেশহীন করা হয়েছে। একমাত্র এএফসির টুর্নামেন্টে ছ'জন বিদেশি খেলানো যায়। এবার এই নিয়ম থেকে নিজেই সরে এল ফেডারেশন। জানিয়ে দেওয়া হয়েছে, সুপার কাপে ছ'জন বিদেশি খেলানো যাবে। তার প্রতিবাদেই ফেডারেশনকে চিঠি দিল মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। 

মঙ্গলবার মোহনবাগান সুপার জায়ান্টের সিইও বিনয় চোপড়া চিঠি দিয়ে আসন্ন সুপার কাপে বিদেশির সংখ্যা কমানো আবেদন করেন। দাবি, ভারতীয় ফুটবলারদের স্বার্থে আইএসএলের মতো চারজন বিদেশি খেলানোর নিয়ম রাখা উচিত। অতীতে করা ফেডারেশন সভাপতির বিদেশির সংখ্যা কমানো নিয়ে করা মন্তব্যও সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে। ফেডারেশনের সঙ্গে মোহনবাগানের সংঘাত নতুন নয়। মাস খানেক আগে জাতীয় শিবিরের জন্য ফুটবলার ছাড়েনি ক্লাব ম্যানেজমেন্ট। যার ফলে কাফা নেশনস কাপে মোহনবাগানের কোনও ফুটবলার ছিল না। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের প্রস্তুতির জন্য ফুটবলার ছাড়া সম্ভব নয়। আগের মরশুমে জাতীয় শিবিরে আশিক কুরুনিয়ন এবং শুভাশিস বসুর চোটের কথা উল্লেখ করা হয়। তার পাল্টা দেয় ফেডারেশনও। লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়, আইএসএল খেলতে গিয়েই শুভাশিসের চোট লাগে। সুতরাং, ফেডারেশনের সঙ্গে মোহনবাগানের ঝামেলা নতুন নয়। এবার আরও একবার প্রতিবাদী চিঠি মোহনবাগান ম্যানেজমেন্টের। 

প্রসঙ্গত, মরশুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুরু হওয়ার আগেও টুর্নামেন্ট বিদেশিহীন করার আবেদন জানিয়ে ফেডারেশনকে চিঠি দেয় মোহনবাগান। কিন্তু তাঁদের এই দাবি মানা হয়নি। সেবারও ভারতীয় ফুটবলারদের স্বার্থের কথা তুলে ধরা হয়েছিল। এবার সুপার কাপেও একই আবেদন মোহনবাগানের। আইএসএলের নিয়ম মেনে ছ'জনকে নথিভুক্ত এবং চারজনকে প্রথম একাদশে রাখার আবেদন করা হয়েছে। যাতে ভারতীয় ফুটবলাররা আরও বেশি করে খেলার সুযোগ পায়। ২৫ অক্টোবর কাদের বিরুদ্ধে নামবে মোহনবাগান সেটা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বৃহস্পতিবার সুপার কাপের সূচি ঘোষণা করা হবে।