আজকাল ওয়েবডেস্ক: আরও একটা মরশুম সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে টম অ্যালড্রেডকে। এক বছরের চুক্তি বাড়ল স্কটিশ ডিফেন্ডারের সঙ্গে। শনিবার মোহনবাগানের চুক্তিপত্রে সই করেন টম। এবার কলকাতার প্রধানের আইএসএল লিগ শিল্ড এবং ট্রফি জয়ের পেছনে বড় ভূমিকা নেন তিনি। অ্যালবার্তো রডরিগেজের সঙ্গে মিলে মোট ১৬টি ম্যাচে ক্লিনশিট রাখেন। কিন্তু তাসত্ত্বেও বাগান ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। ক্লাবও তেমন আগ্রহী ছিল না। আইএসএল কাপ জয়ের পর শোনা গিয়েছিল, আর মোহনবাগানে খেলতে চান না। টমকে রাজি করানোর পালা চলছিল। শেষমেষ রাজি হয়ে গেলেন। আরও এক বছরের জন্য অ্যালবার্তোর সঙ্গে জুটি বেঁধে সবুজ মেরুন রক্ষণের দায়িত্ব সামলাবেন স্কটিশ ডিফেন্ডার। 

এবার আইএসএলে মোহনবাগানের সবচেয়ে সফল মরশুম। লিগ শিল্ডের পর আইএসএল কাপও জেতে। তাতে উল্লেখযোগ্য ভূমিকা নেয় দুই বড় চেহারার ডিফেন্ডার। দু'জনের মধ্যে বোঝাপড়া অনবদ্য। গোল রোখার পাশাপাশি গোলও করেন দু'জনেই। তাই নতুন মরশুমের আগে রক্ষণের এই জুটি ভাঙতে চায়নি মোহনবাগান ম্যানেজমেন্ট। এবার এএফসি লক্ষ্য শতাব্দীপ্রাচীন ক্লাবের। তবে বিদেশিতে তেমন পরিবর্তন হবে না। জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস থাকছে। রেখে দেওয়া হল টম অ্যালড্রেড এবং অ্যালবার্তো রডরিগেজ‌‌কেও। একমাত্র গ্রেগ স্টুয়ার্টের জায়গায় নতুন একজন বিদেশি নেওয়া হবে। এছাড়াও এএফসির‌ কথা মাথায় রেখে নেওয়া হবে একজন সপ্তম বিদেশিকে।