আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ রেফারিকে তোপ দেগেছেন। মোহনবাগান কোচ হোসে মোলিনা ইস্টবেঙ্গল কোচকে তোপা দাগলেন। বললেন, ''সব সময়ে অজুহাত দেওয়াটা ঠিক নয়। অজুহাত দেওয়া বন্ধ করে রেজাল্ট পাওয়ার চেষ্টা করাটাই উচিত। বুঝি মানুষ যখন ফলাফল পায় না, তখন অজুহাত খোঁজে। এটা ঠিক নয়।'' 

সাংবাদিক বৈঠকে মোহনবাগান কোচ বলছেন, ইস্টবেঙ্গল কোচ তাঁর মতামত দিয়েছেন। আমি তাঁর সঙ্গে সহমত পোষণ করছি না। আমরা ভাল খেলেছি। কিন্তু রেফারির সিদ্ধান্ত তো আমাদের হাতে নয়। কিছু কিছু ক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গিয়েছে।  কিছু কিছু ক্ষেত্রে ভুল করছেন রেফারিরা। তবে আমি কখনও অভিযোগ করিনি।'' 

বক্সের ভিতরে বিষ্ণুর মারা বল হাতে লাগে আপুইয়ার। পেনাল্টির আবেদন করেন লাল-হলুদ খেলোয়াড়রা। কিন্তু রেফারি কর্ণপাত করেননি তাতে। ব্রুজোঁ বলেছেন, ইস্টবেঙ্গল অন্তত দুটো পেনাল্টি পেতেই পারত। মোলিনা বলছেন, ''ইস্টবেঙ্গল কোচ রিজার্ভ বেঞ্চ থেকে দেখতে  পেল বল হাতে লেগেছে। ওটা পেনাল্টি। আমি আরও কাছে ছিলাম। আমি দেখতে পাইনি। বুঝতেও পারিনি। হয়তো ও টিভিতে দেখেছে। আমি টিভিতে দেখিনি। আমি সবাইকে শ্রদ্ধা করি।''

একসময়ের নামকরা গোলকিপার বলছেন, মোহনবাগানে সব সময়ে জেতাটাও যথেষ্ট নয়। ডার্বি জিতেছি। কিন্তু সমর্থকরা খুশি নন। কারণ একটার বেশি গোল হয়নি ম্যাচে। কিছু কিছু ক্ষেত্রে জয়টাও যথেষ্ট নয়। আজকের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ছিল। পরের ম্যাচটাও গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন হতে গেলে সব ম্যাচেই জিততে হবে। আরও কঠিন পরিশ্রম করতে হবে।''

ম্যাচ হেরে একদলের কোচ যখন অজুহাত খুঁজছেন। আরেক দলের কোচ বলছেন, চ্যাম্পিয়ন হতে গেলে জিততে হবে প্রতিটা ম্যাচ। তার জন্য আরও কঠিন পরিশ্রম দরকার।