আজকাল ওয়েবডেস্ক: কলকাতা লিগে সুপার সিক্সে উঠতে গেলে রবিবার জিততেই হত মোহনবাগানকে। আর মাস্ট উইন ম্যাচে রেলওয়েজকে আট গোল দিয়ে লড়াই জারি রাখল সবুজ মেরুন। এখনও পর্যন্ত কলকাতা লিগে ধারাবাহিক ভাবে জয় পায়নি মোহনবাগান। নতুন কোচ ডেগি কার্ডাজোর নেতৃত্বে টুর্নামেন্টের শুরুটা ভাল হয়নি। পরের দিকে জয় এলেও সুপার সিক্স নিশ্চিত হয়নি কখনোই।
তবে সেসব ভুলে এদিন মাস্ট উইন ম্যাচে দুর্দান্ত কামব্যাক সালাউদ্দিনদের। সুহেল, দীপেন্দু, অভিষেক সিনিয়র দলে যোগ দিয়েছেন। তাঁদের ছাড়াই এদিন জয় পেল সবুজ মেরুন। ব্যারাকপুর স্টেডিয়ামে এদিন খেলার শুরুতেই পিছিয়ে পড়েছিল মোহনবাগান। ডিফেন্সে সুমিত রাঠির ভুলে ছয় মিনিটের মাথায় রেলওয়েজকে এগিয়ে দেন রাহুল হালদার। পিছিয়ে পড়লেও আক্রমণের ঝাঁঝ কমাননি রাজ বাঁশফোড়রা।
২১ মিনিটে রাজের ক্রস থেকে মোহনবাগানের হয়ে ১-১ করেন সেরতো। দু'মিনিটের মধ্যে ফের গোল। সেই রাজের ক্রস থেকে বক্সের ভেতর ঢুকে গোল করে যান আদিল আবদুল্লা। দুই গোলে এগিয়ে গিয়ে খেলার রাশ পুরো চলে আসে মোহনবাগানের হাতে। ৩১ মিনিটের মাথায় তিন নম্বর গোল করেন রবি রানা। ৩৪ মিনিটের মাথায় মোহনবাগান পেনাল্টি পেলে সেখান থেকে নিজের দ্বিতীয় এবং টিমের চতুর্থ গোল করেন সেরতো।
প্রথমার্ধ শেষের ঠিক আগে পরপর দুটো গোল করেন সালাউদ্দিন। প্রথমার্ধ ৬-১ গোলে এগিয়ে থেকে ম্যাচের ফল ঠিক হয়ে গিয়েছিল তখনই। দ্বিতীয়ার্ধে আরও দুটো গোল করে বাগান। ৭৫ মিনিটে রাজের ক্রস থেকে গোল করেন উত্তম হাঁসদা। ম্যাচের শেষ গোল ৮৮ মিনিটের মাথায় তপন হালদারের।
বিরাট ব্যবধানে জিতে গোল ডিফারেন্সে অনেকটাই এগিয়ে রইল সবুজ মেরুন। তবে অঙ্ক এখনও অনেকটাই কঠিন মোহনবাগানের কাছে। তিনটি গোলে অবদান রেখে এদিন অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন রাজ বাঁশফোড়।
